১ লক্ষ টাকা চাঁদা না পেয়ে বীরভূমে শপিংমলের সামনে টোটো স্ট্যান্ড বানাল তৃণমূল

Published:

Birbhum
Follow

প্রীতি পোদ্দার, ইলামবাজার: চাঁদা দাবি করা হয়েছে ১ লাখ! আর সেই দাবি না মানায় এবার মলের সামনে সারি সারি দাঁড় করিয়ে দেওয়া হল একাধিক টোটো, বানিয়ে দেওয়া হল আস্ত একটা টোটো স্ট্যান্ড। আর তাই নিয়ে ব্যাপক শোরগোল শুরু হল বীরভূমের (Birbhum) ইলামবাজারে। যদিও চাঁদার জুলুমবাজি অস্বীকার করেছে শাসকদলের ইউনিয়ন কর্তৃপক্ষ।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী বীরভূমের ইলামবাজারে বহুজাতিক শপিং মল ঘিরে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, সেখানকার বাসস্ট্যান্ডে তৃণমূল ইউনিয়ন যেখানে পুজো করে সেই পুজোয় চলতি বছর ওই শপিং মলটি এক লক্ষ টাকার পুজোর চাঁদা না দেওয়ায় জোড়জুলুম শুরু হয়েছে জায়গা নিয়ে। মলের সামনের জায়গায় যেখানে কর্মী থেকে শুরু করে ক্রেতারা নিজেদের যানবাহন পার্ক করার পাশাপাশি মলের ভেতরে ঢোকে, সেই জায়গা পুরো ব্লক করে দিয়েছে টোটো স্ট্যান্ড। সেখানে টোটো ইউনিয়নের সদস্যরা সকাল থেকে মলের সামনে টোটো দাঁড় করিয়ে অবরোধ করে। আর তাতেই ব্যবসায়ীদের মধ্যে বিক্ষোভকূলক পরিস্থিতি তৈরি হয়।

অভিযোগ অস্বীকার ইউনিয়ন কর্তৃপক্ষের

দিন কয়েক আগেই চলতি বছর দুর্গাপুজোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেজিস্টার্ড ক্লাবগুলোকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছিল। আর সেই ঘোষণা মারফৎ প্রত্যেকটি ক্লাব সেই টাকা পেয়ে মায়ের পুজো ধুমধাম করে করেছে। কিন্তু প্রশ্ন উঠছে এত টাকা সরকার অনুদান দেওয়া সত্ত্বেও কেন তবুও ইউনিয়নরা ব্যবসায়ীদের সঙ্গে এমন জোরজুলুম করছে। যদিও চাঁদা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণভাবে নাকচ করেছে ইউনিয়নের কর্তৃপক্ষ। তাঁর দাবি শপিং মলের সামনের জায়গাটি PWD-র জমি, তাই সেখানে টোটো দাঁড় করানো হয়েছে। চাঁদা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।

আরও পড়ুন: ৮,৪৭৭ শূন্যপদ! গ্রুপ C, গ্রুপ D-তে নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র, আবেদনের শেষ তারিখ কবে?

বিরোধীদের অভিযোগ

এদিকে শপিং মলের সামনে টোটো চালকদের এই দাদাগিরির দাপট নিয়ে মুখ খুলতে নারাজ মলের মালিক কর্তৃপক্ষের। তিনি স্পষ্ট জানিয়েছেন এখনই এই ব্যাপারে কিছু বলব না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। সেখানকার বিডিও অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এখনও কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। অভিযোগ জমা পড়লেই সেটি সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হবে। বিরোধীদের দাবি, এইভাবে দিনের পর দিন তৃণমূল সরকার ভয় দেখিয়ে অরাজকতা চালিয়ে যাচ্ছে, যার ফলে এলাকায় ব্যবসায়ীদের কাজ করা খুবই চাপের হয়ে পড়েছে, এমনকি কর্মসংস্থানের ক্ষেত্রেও বিরাট চাপ পড়ছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join