বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলা বিশ্বকাপে মারকাটারি ইনিংস খেললেন বাংলার মেয়ে রিচা ঘোষ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেও নিজেকে বিশ্ববাসীর কাছে মেলে ধরলেন ভারতীয় ক্রিকেটার। এদিন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট ঘুরিয়ে 77 বলে 94 রান করেন রিচা। তবে সবচেয়ে বড় বিষয়, মহিলা বিশ্বকাপে 8 নম্বর বা তার নিচে ব্যাট করতে এসে রিচা যে রান করেছেন তা বিশ্ব ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে (Richa Ghosh Records)।
স্নেহ রানার সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন রিচা
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ম্যাচে 26 ওভারে ভারতের অবস্থা ছিল 6 উইকেটে 102 রান। সেখান থেকেই দলের হাল ধরেন রিচা ঘোষ। এদিন, সতীর্থ স্নেহ রানার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে ভারতীয় দলের স্কোর 251 তে নিয়ে যান বাংলার মেয়ে। এদিন স্নেহের ব্যাট থেকে 24 বলে 33 রানের যোগদান পেয়েছিল ভারত।
অবশ্যই পড়ুন: ‘ভারতীয়’ বলায় লাগল না পাসপোর্ট! আফগান চেক পয়েন্টে তালিবানের আপ্যায়নের ভিডিও ভাইরাল
বড় নজির রিচা ঘোষের
ESPN এর রিপোর্ট বলছে, গতকাল বিশাখাপত্তনমের মাটিতে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তান্ডব চালানোর পাশাপাশি 8 নম্বর ব্যাটসম্যান হিসেবে রিচা যে অপ্রত্যাশিত ইনিংস খেলেছেন তাতে মহিলাদের একদিনের ম্যাচে সব থেকে কম বলে 1,000 রানের নজির গড়া ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি। বলে রাখি, এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া অ্যাশ গার্ডনার। তিনি 917 বলে 1,000 রান করেছেন। একইভাবে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ন্যাট স্কিভার ব্রান্ট। 943 বলে 1,000 রান এসেছে তাঁর ব্যাটে এবং তৃতীয় স্থানে থাকা রিচা 1,010টি বল খেলে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
এছাড়াও, গতকালের এক ইনিংসেই চতুর্থ ব্যাটার হিসেবে মহিলাদের বিশ্বকাপে 8 নম্বরে ব্যাট করে অর্ধশতরানের রেকর্ড গড়েছেন রিচা ঘোষ। বলা বাহুল্য, 2022 সালে পাকিস্তানের বিরুদ্ধে 67 রান করেছিলেন ভারতের পূজা বস্ত্রকার। তাছাড়াও চলতি বিশ্বকাপে শ্রীলংকার বিরুদ্ধে 57 রান করেছিলেন ভারতীয় মহিলা তারকা আমনজ্যোত কৌর। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়ে 8 নম্বর উইকেট বা তার নিচে সর্বোচ্চ জুটি হিসেবে মহিলাদের একদিনের ক্রিকেটের তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন রিচা এবং স্নেহ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 8 নম্বরে ব্যাট করে রিচা যে রান করেছেন তা মহিলা এবং পুরুষ উভয় বিশ্বকাপেই সর্বোচ্চ।