কড়া প্রশিক্ষণ হবে সিভিক ভলান্টিয়ারদের, দিতে হবে পরীক্ষাও! নয়া নিয়ম রাজ্য সরকারের

Published:

Civic Volunteer
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) এবার দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। এমনকি দিতে হবে পরীক্ষাও!, হ্যাঁ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই রীতিমতো তোড়জোড় শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, পুলিশ কনস্টেবলের মতো ফিটনেস টেস্ট থেকে শুরু করে নানারকম বিষয়ে পরীক্ষা দিতে হবে এবার সিভিক ভলেন্টিয়ারদের। আর পরীক্ষা শেষে তাদের মূল্যায়নও করা হবে।

কেন এরকম উদ্যোগ?

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে কলকাতা আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার। আর তখন থেকেই সিভিক ভলেন্টিয়ারের শিক্ষাগত যোগ্যতা আর নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। এমনকি এ নিয়ে রাজ্য সরকারকে তলব করেছিল দেশের সর্বোচ্চ আদালত। অভিযোগ উঠেছিল, আলাদাভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পরিবর্তে বাহিনীর বিভিন্ন স্তর থেকে লোক নিয়ে সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজে লাগানো হচ্ছে, যাদের কোনও পুলিশি কাজ করার প্রশিক্ষণ পর্যন্ত নেই। সেজন্যই এবার রাজ্যের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কী প্রশিক্ষণ দিতে হবে সিভিক ভলান্টিয়ারদের?

এখনও পর্যন্ত রিপোর্ট মারফৎ যা খবর, সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের পাঠ মূলত দুইভাবে দেওয়া হবে। প্রথমত, যারা রাস্তায় ডিউটি করছেন, তাদের সাধারণ মানুষের সঙ্গে কীরকম আচরণ করা উচিত, আইনশৃঙ্খলা, পরিস্থিতির অবনতি ঘটলে কীভাবে ঠান্ডা মাথায় তা মোকাবিলা করা উচিত, সেই সম্বন্ধে পাঠ দেওয়া হবে। এমনকি এ বিষয়ে একটি গাইডলাইনে তৈরি করা হবে। আর সেই সঙ্গে কনস্টেবলদের পরীক্ষা যেমন হয়, তেমনই শারীরিক সক্ষমতা খতিয়ে দেখা হবে।

আর দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে, তা হল- সিভিক ভলেন্টিয়ারদের অনেক সময় থানার কাজে ব্যবহার করা হয়। কোনও কোনও ক্ষেত্রে ফৌজদারি মামলা তদন্তেও তাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ, তারা পুলিশ বাহিনীর মতোই কাজ করে। আর তার জন্য সিভিক ভলান্টিয়ারদের কী কী করণীয় এবং কোন কোন বিষয় ডিউটির সময় তাদের মাথায় রাখতে হবে, সেই সম্বন্ধে যাবতীয় তথ্য শেখানো হবে।

এমনকি সবথেকে বড় ব্যাপার, সিভিক ভলেন্টিয়ারদের এই প্রশিক্ষণের জন্য মাথাপিছু টাকাও বরাদ্দ করেছে রাজ্য সরকার। মূলত দুই থেকে তিন মাসের মধ্যে এই প্রশিক্ষণ শেষ করতে হবে। এমনকি প্রতিটি পুলিশ কমিশনারেট এবং পুলিশ সুপারের অফিসের এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। আর প্রশিক্ষণ শেষেই নেওয়া হবে পরীক্ষা।

আরও পড়ুনঃ পাকিস্তানকে ধাক্কা! উন্নত AIM-120 এয়ার টু এয়ার মিসাইল দিচ্ছে না জানাল আমেরিকা

পরিসংখ্যান কী বলছে?

এদিকে এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ মিলিয়ে মোট পুরুষ ও মহিলা সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা ৭৫ হাজার। আর এর মধ্যে কলকাতা পুলিশে নিয়োগ রয়েছে ৭ হাজার বাহিনী। তাদের নিয়োগের সময় সেরকম কোনও প্রশিক্ষণ দেওয়া হয় না। আর সেজন্যই বিরোধীপক্ষ অভিযোগ তুলতে শুরু করেছিল। এমনকি সিভিক ভলেন্টিয়ারের উপর তোলাবাজি, দাদাগিরি এই সমস্ত অভিযোগও ওঠে। সাধারণ মানুষের উপর কুকর্ম বা হুমকি দেওয়ার মতো অভিযোগের তালিকাতেও তাদের নাম রয়েছে। আর সেজন্যই রাজ্য পুলিশের তরফ থেকে এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join