রাজ্যে সাইবার হানা! আলিপুরদুয়ার জেলা পরিষদের সাইট হ্যাক করে হুমকি পাকিস্তানের

Published:

Alipurduar
Follow

প্রীতি পোদ্দার, আলিপুরদুয়ার: রাজ্যে এবার সাইবার হানা! পাকিস্তানের সংগঠনের বিরুদ্ধে উঠে এল আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ। শুক্রবার দুপুরের পর ওয়েবসাইট খুলতেই পেজে পাকিস্তানের জাতীয় পতাকা দেখতে পান দপ্তরের আধিকারিকরা। এই ধরনের ঘটনায় হতভম্ব জেলা পরিষদের আধিকারিকরা। দ্রুত ঘটনাটি আলিপুরদুয়ার সাইবার থানায় জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়নি।

হ্যাকড আলিপুরদুয়ার পরিষদের ওয়েবসাইট

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার বিভাগটি ওপেন করার সঙ্গে সঙ্গেই এক বড় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। কারণ ওই ওয়েবসাইটে ক্লিক করলেই স্ক্রিন জুড়ে ভেসে উঠছে পাকিস্তানের পতাকা এবং এরই সঙ্গে রয়েছে হুমকি। তাতে বার্তা দেওয়া হয়েছে যে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার স্বপ্ন অধরাই থাকবে। কারণ, পাকিস্তান হ্যাকিংয়ের মাধ্যমে বারবার সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে, ত্রাস ছড়াবে, তথ্য চুরি করে নেবে। এটা যেন ভারতের মাথায় থাকে। যদিও এই বার্তায় একাধিক বানান ভুল দেখা গিয়েছিল। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে বিষয়টি জানানো হয়। জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবকেও জানানো হয় হ্যাকিংয়ের কথা।

কী বলছেন পরিষদের সভাধিপতি?

এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান যে, “ওয়েবসাইট পাকিস্তান হ্যাক করেছে বলে বার্তা দেখা গিয়েছে। তবে এর ফলে আমাদের কোনও ক্ষতি হয়নি। অথবা কোনও অপরাধমূলক কিছু ঘটেছে বলেও প্রমাণ পাইনি এখনও। ওয়েবসাইটটি যারা দেখাশোনা করে, সেই সংস্থাকে বিষয়টি জানিয়েছি। এই বার্তার মাথার ওপরে নাম ছিল – ‘হ্যাজার্ডাস সাইবার টিম’-এর। এবং সেখানে এও দেখানো হচ্ছে যে Overthrash1337 নামক ব্যবহারকারী এটি হ্যাকিং করেছে।” কিন্তু যে এই ব্যবহারকারী, কারা এই কাজ করল? অন্যদিকে সন্দেহজনকভাবে এই প্রশ্নও উঠছে যে এই হুমকি বার্তা সম্পূর্ণ ভুয়ো নাকি। যদিও এই বিষয়ে এখনই কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: মমতার হুঁশিয়ারিই সার, রাজ্যকে বিধিবার্তা নির্বাচন কমিশনের

উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলা পরিষদের এই ওয়েবসাইটটি বেশ কয়েকদিন ধরেই অচল অবস্থায় পড়ে রয়েছে। সংশ্লিষ্ট সংস্থা ওয়েবসাইটটিকে সচল করবার কাজ চালাচ্ছিলেন। তার মাঝেই ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তান। যার ফলে এইমুহুর্তে সাময়িকভাবে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার সম্পর্কিত সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার জানান, নরেন্দ্র মোদির আমলে দেশের নিরাপত্তা যে বারবার বিঘ্নিত হচ্ছে এটা তার প্রমাণ। পাল্টা প্রতিবাদ জানায় আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক নিয়ে বিজেপির জেলা সভাপতি মিঠু দাস। তিনি বলেন, “এই ঘটনার জন্য সমস্ত দায়ভার রাজ্য সরকারের। রাজ্যের নিজের সাইবার নিরাপত্তারক্ষী রয়েছে। তারা ব্যর্থ হচ্ছে আর তার জন্য কেন্দ্রকে দোষারোপ করছে।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join