‘গণধর্ষণের পর মোবাইল ছিনিয়ে নিয়ে ৩০০০ টাকাও চায়!’ জানালেন দুর্গাপুরের নির্যাতিতার মা

Published:

Durgapur Rape
Follow

সৌভিক মুখার্জী, দুর্গাপুর: গতকাল রাতে দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের (Durgapur Rape) অভিযোগ উঠেছে। জানা যায়, নির্যাতিতা রাত ৯টা নাগাদ তাঁর সহপাঠী এক ছাত্রের সঙ্গে ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়েছিলেন। তবে হঠাৎ করেই পথে পাঁচ যুবক তাঁদেরকে আটক করে। এরপর ছাত্রীকে জোর করে রাস্তার পাশে এক জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

বড়সড় অভিযোগ নির্যাতিতার পরিবারের

ঘটনার খবর পাওয়া মাত্রই নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্যরা তড়িঘড়ি দুর্গাপুর পৌঁছে হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন এবং সম্পূর্ণ ঘটনা জানতে পারেন। উল্লেখ্য, ওই নির্যাতিতা ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ঘটনাটি ঘটে রাত ৮টা থেকে ৯টার মধ্যে। রাত সাড়ে ৯টা থেকে ১০টা নাগাদ ওড়িশায় তাঁর বাবা-মা খবর পান। সঙ্গে সঙ্গে তাঁরা ওই রাতে বেরিয়ে পড়েন। ভোরের দিকে দুর্গাপুরে এসে পৌঁছন তাঁরা। এরই মাঝে মুখ খুললেন নির্যাতিতার মা।

সংবাদমাধ্যমকে আজ নির্যাতিতার মা দাবি করছেন, অভিযুক্তরা মেয়েকে ধর্ষণ করার পর তাঁর মোবাইল ছিনিয়ে নিয়েছিল। এমনকি তা ফেরত দেওয়ার জন্য আরও ৩ হাজার টাকা দাবি করে। আমার মেয়ে প্রথমে ক্যাম্পাসের বাইরে যেতে চায়নি। তাঁকে ঘুরতে যাওয়ার কথা বলেই এক যুবক নিয়ে যায়। এমনকি ওই সময় মেয়ের সঙ্গে থাকা ছেলেটি জঙ্গলে ঢুকে পড়ে। আর সেই সুযোগেই বাকিরা ওকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এমনকি তিনি আরও দাবি করেন, তিন-চারজনের সঙ্গে আরও দুই-তিনজন এসেছিল। আর তারা ধর্ষণের পর বলেছিল, ভোরের মধ্যে ৩ হাজার টাকা না দিতে পারলে ফোন ফেরত দেওয়া হবে না। এমনকি কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল তারা। আর এই কাজ তাঁর সহপাঠিরাই করেছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ রাজ্যে সাইবার হানা! আলিপুরদুয়ার জেলা পরিষদের সাইট হ্যাক করে হুমকি পাকিস্তানের

তদন্তে নেমেছে পুলিশ

এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন। পুলিশ আধিকারিক জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। তবে নতুন কোনও তথ্য পুলিশের কাছে আসলে তা জানানো হবে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এমনটাই জানা যাচ্ছে রিপোর্ট মারফৎ। বিষয়টি তদন্তের আওতাতেই রয়েছে। এমনকি নির্যাতিতার কোনও সহপাঠী জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সকলের নজর এখন পুলিশের তদন্তের দিকেই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join