সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রহ-নক্ষত্রের গতিবিধি আমাদের জীবনে এমনিতেই প্রভাব ফেলে। আর সেই কারণেই জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচরকে (Shukra Gochar) বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেই সূত্রে, আসন্ন অক্টোবর মাস জ্যোতিষশাস্ত্রের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বলেই মানা হচ্ছে। কারণ এই মাসে একাধিক প্রভাবশালী গ্রহ-নক্ষত্র অবস্থান বদল করবে আর বিশেষ যোগ ঘটাবে।
এছাড়াও অক্টোবর মাস মানেই উৎসবের মরসুম। কারণ এই মাসে নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলি, লক্ষ্মীপুজো, সবকিছুর ভূমিকা রয়েছে। বিশেষ করে শুক্র গ্রহ এই মাসে এক-দুই বার নয়, বরং চার-চারবার গোচর করবে। আর শাস্ত্র বলছে, শুক্র মূলত সুখ-শান্তি, ধন-দৌলত, সৌন্দর্য, ভোগবিলাস, সম্মান নিয়ে আসে।
কবে হবে শুক্রর গোচর?
পঞ্জিকা অনুযায়ী, আগামী অক্টোবর মাসে শুক্রের গোচর হবে চারদিন। সেগুলি হল—
- ৬ অক্টোবর সন্ধ্যা ৬:১২ মিনিটে শুক্রগ্রহ উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে।
- ৯ অক্টোবর সকাল ১০:৫৫ মিনিটে শুক্রগ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং গোটা মাস সেখানেই অবস্থান করবে।
- ১৭ অক্টোবর দুপুর ১২:২৫ মিনিটে শুক্রগ্রহ হস্ত নক্ষত্রে প্রবেশ করবে।
- ২৮ অক্টোবর ভোর ৫:১৭ মিনিটে শুক্রগ্রহ চিত্র নক্ষত্রে প্রবেশ করবে।
সেই সূত্রে, অক্টোবর মাসে এই চার-চারটি বড় পরিবর্তন তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আনবে। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
মেষ রাশি
অক্টোবর মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূলে থাকবে। শুক্রগ্রহের কৃপায় বড় কোনও সমস্যায় পড়তে হবে না। কাজকর্ম সময় মতোই শেষ হবে। এমনকি কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের জন্য বিশেষ সুখবর আসবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কে থাকা মানুষরা বিয়ে নিয়ে ভাবতে পারে। বিবাহিত জীবনের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে।
ধনু রাশি
শুক্র গ্রহের বিশেষ প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিরোধ কমে গিয়ে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য সময়টা অনুকূল। এমনকি পরিবারের যারা অসুস্থ, তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
অক্টোবর মাসে এই রাশির জাতক জাতিকাদের শুক্রগ্রহ জীবনে শুভ প্রভাবে আনবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিরোধিতা মিটবে আর আর্থিক দিক থেকে নতুন সুযোগ সুবিধা আসবে। তরুণ প্রজন্ম নতুন পরিচয় এবং সম্মান লাভ করতে পারে। কর্মক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে প্রেম এবং বোঝাপড়া আরও গভীরভাবে স্পষ্ট হবে।
আরও পড়ুনঃ ‘রক্ষণাবেক্ষণ আমরা করি না!’ বিদ্যুৎস্পৃষ্ট কাণ্ডে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিল CESC
দেখুন, অক্টোবর মাস মনে শুধু আনন্দের মাস নয়, কারণ গ্রহ-নক্ষত্রের পরিবর্তনও এই মাসে বিশেষ তাৎপর্য বহন করবে। আর শুক্রের প্রভাবে এই চার রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে আমরা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কিছু পরামর্শ দিয়ে থাকি। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের বুদ্ধিতেই পা বাড়াবেন।