SBI-কে পিছনে ফেলে দেশের তৃতীয় বৃহত্তম ফাইনান্সিয়াল গ্রুপ হল Bajaj, জানুন শীর্ষ স্থানে কোন সংস্থা

Published on:

bajaj vs lic

দেবপ্রসাদ মুখার্জী: ভারতে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান একত্রে অনেক ব্যবসা পরিচালনা করে। আর এরকম বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষস্থান দখলের প্রতিযোগিতা চলতে থাকে বছরভর। আর Bajaj Group বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাঁরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে।

WhatsApp Community Join Now

বাজাজ হোল্ডিংস, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্স এবং সম্প্রতি তালিকাভুক্ত বাজাজ হাউজিং ফাইন্যান্স হল Bajaj Group-এ চারটি তালিকাভুক্ত আর্থিক সংস্থা, যেগুলি মিলিতভাবে ১০.৩৬ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ অর্জন করেছে। এদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI লাইফ ইন্স্যুরেন্স এবং SBI কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেসের সম্মিলিত বাজারমূল্য ৯.৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। যদিও মার্কেট ক্যাপের নিরিখে Bajaj Group এখনও অন্যান্য আর্থিক গোষ্ঠীর থেকে পিছিয়ে রয়েছে।

মার্কেট ক্যাপের হিসেবে শীর্ষে কোন কোম্পানি?

ভারতের সবচেয়ে বড় আর্থিক গ্রুপ হিসেবে শীর্ষে রয়েছে HDFC গ্রুপ, যার মার্কেট ক্যাপ ১৫.৭৫ লক্ষ কোটি টাকা। দ্বিতীয় স্থানে আছে ICICI গ্রুপ, যার মার্কেট ক্যাপ ১১.৯৫ লক্ষ কোটি টাকা। ICICI গ্রুপের চারটি তালিকাভুক্ত সংস্থা রয়েছে— ICICI ব্যাংক, ICICI প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স, ICICI লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স এবং ICICI সিকিউরিটিজ। এছাড়াও, Axis Bank ৩.৮৫ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে এবং কোটাক মহিন্দ্রা ব্যাংক ৩.৭৯ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ ষষ্ঠ স্থানে রয়েছে।

মোট সম্পত্তির হিসেবে কোন কোম্পানি শীর্ষে?

যদিও মোট সম্পত্তির হিসাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৬৪.২৯ লক্ষ কোটি টাকার সঙ্গে শীর্ষে রয়েছে। ICICI গ্রুপ ৪১.৫৬ লক্ষ কোটি টাকা নিয়ে দ্বিতীয়, HDFC গ্রুপ (৩৮.৫৫ লক্ষ কোটি টাকা) তৃতীয়, Axis Bank (১৪.৫৩ লক্ষ কোটি টাকা) চতুর্থ, কোটাক মহিন্দ্রা ব্যাংক (৭.২৪ লক্ষ কোটি টাকা) পঞ্চম এবং বাজাজ গ্রুপ (৩.৯৩ লক্ষ কোটি টাকা) ষষ্ঠ স্থানে রয়েছে।

মুনাফার নিরিখে এক নম্বর ব্যবসায়িক গোষ্ঠী কারা?

নিট মুনাফার হিসেবে SBI ৬৭,১০৩ কোটি টাকা নিয়ে প্রথম স্থানে রয়েছে। HDFC ব্যাংক (৬৩,৮৯৯ কোটি টাকা) দ্বিতীয়, ICICI গ্রুপ (৪৪,২৪৬ কোটি টাকা) তৃতীয়, এক্সিস ব্যাংক (২৬,৩৮৬ কোটি টাকা) চতুর্থ, কোটাক মহিন্দ্রা ব্যাংক (১৮,২১৩ কোটি টাকা) পঞ্চম এবং বাজাজ গ্রুপ (১৫,৪১৫ কোটি টাকা) ষষ্ঠ স্থানে রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X