পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে মানুষের চিন্তাধারায় অনেকটা পরবর্তন এসেছে। একটা সময় শুধুমাত্র ছেলেরাই কাজ করতেন, কিন্তু এখন মেয়েরাও সব ক্ষেত্রেই সমানভাবে পাল্লা দিয়ে কাজ করছেন। তবে মুশকিল হল বর্তমান বাজারে একটা ভালো কাজ খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই নিজের মত করে ব্যবসা (Business) শুরু করছেন। এক্ষেত্রে সরকারের তরফ থেকেও মহিলাদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। আপনি যদি একজন মহিলা হন আর নিজস্ব ব্যবসা খুলতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য।
মহিলাদের জন্য ইউনিক ব্যবসার আইডিয়া | Unique Business Idea for Women
মহিলারা এমনিতেই সেলাইয়ের কাজে পুরুষদের তুলনায় বেশ নিপুণ হন। আর এই ধরণের কাজের সর্বত্রই বেশ ভালো চাহিদা রয়েছে। তাই চাইলে খুব সহজেই একটা সেলাইয়ের দোকান শুরু করা যেতে পারে। এমনকি বাড়ি থেকেও এই কাজ করা যেতে পারে। সেলাইয়ের কাজ ভালো করতে শুরু করলে লোকের মুখে মুখেই প্রচার হয়ে যাবে। ফলে প্রতিদিন অল্প কয়েকঘন্টা কাজ করেই মাসে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা খুব সহজেই আয় করা সম্ভব।
কিভাবে শুরু করবেন সেলাইয়ের ব্যবসা? | How to Start a Sewing Business
সেলাইয়ের কাজ শুরু জন্য সবার আগে কিছুটা ট্রেনিংয়ের প্রয়োজন হবে। এক্ষেত্রে পরিচিত কোনো দোকান থেকে কাজ শেখা যেতে পারে। সেটা না হলে বাড়ির কাছের কোনো ইনস্টিটিউট যেখানে সেলাই সেখান হয় সেখানেও জয়েন করে নিতে পারেন। মাঝে মধ্যে সরকরের তরফ থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেলাইয়ের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। যে কোনো একটি উপায়ে সেলাইয়ের ট্রেনিং নিয়ে নিতে হবে। এরপর একটা সেলাই মেশিন কিনতে হবে।
আরও পড়ুনঃ একবার বিনিয়োগে আজীবন মোটা আয়, রইল হাই ডিমান্ড অথচ ইউনিক ব্যবসার আইডিয়া
প্রথমে বাজেট কম থাকলে পায়ে চালানো সেলাই মেশিন দিয়ে কাজ শুরু করতে পারেন। যেটা পরবর্তীতে টাকা উপার্জন করতে শুরু করলে মোটর লাগিয়ে নিলেই হবে। এছাড়া শুরুতেই যদি কিছু বেশি টাকা খরচ করতে পরনে তাহলে ইলেকট্রিক সেলাই মেশিন কিনে নিতে পারেন। ব্যাস মেশিন এসে গেলেই আপনি কাজ শুরু করতে পারবেন।
কত টাকা বিনিয়োগ করতে হবে?
আপনি যদি নিজের বাড়ি থেকেই কাজ শুরু করেন তাহলে মেশিন কেনার টাকাই প্রয়োজন হবে। এক্ষেত্রে যদি কোনো পুরোনো মেশিন কিনতে পারেন তাহলে খরচ আরও অনেকটাই কমে যাবে। নতুন পায়ে চালানো মেশিন ৬০০০-৮০০০ টাকায় পেয়ে যাবেন, আর ইলেকট্রিক মেশিন হলে ২০০০০ থেকে ২৫০০০ টাকা খরচ পড়বে টেবিল সহ। এছাড়া সুতো ও আরও কিছু সরঞ্জাম কিনতে কম করে ২০০০ – ৩০০০ টাকা খরচ হবে। অন্যদিকে যদি দোকান নিয়ে কাজ শুরু করেন তাহলে দোকানের ভাড়া অতিরিক্ত যোগ হবে। একইসাথে দোকান সাজানোর জন্য কিছু খরচ ও ইলেকট্রিক বিল খরচ হবে।
আরও পড়ুনঃ চাকরির চিন্তা ছাড়ুন, ৫০০০ টাকা বিনিয়োগে শুরু করুন এই ইউনিক ব্যবসা, মাসে হবে ৫০০০০ আয়
কত টাকা আয় হতে পারে?
সেলাইয়ের কাজের ক্ষেত্রে কতটা কাজ হবে সেই হিসাবে কাজের মূল্য নির্ধারণ হয়। সাধারণত শাড়ির ফলস পাড় বসানোর জন্য ২০০ টাকা, রিপু করার জন্য নূন্যতম ৫০ টাকা ও ব্লাউজ পিস থেকে ব্লাউজ তৈরির জন্য ২৫০ টাকা চার্জ নেওয়া হয়। তবে কাপড়ের কোয়ালিটি ও কাজের ধরণের উপর ভিত্তি করে এটা বাড়তেই পারে। সব মিলিয়ে মোটামুটি মাসে ১০,০০০ থেকেই ১৫,০০০ টাকা আয় হবেই। বিশেষ করে পুজোর সময় জামাকাপড় ফিটিংসের কাজের ব্যাপক চাহিদা থাকে। তাই পুজোর মাসগুলোতে আয় দ্বিগুণ বা তিনগুণও হয়ে যেতেই পারে।