আচমকাই বন্ধ একাধিক সিরিয়ালের শুটিং! আসবে না নতুন পর্ব? চিন্তায় দর্শকেরা

Published on:

Bengali Serial Shooting Stopped due to issue with director

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালির প্রতিদিনের বিনোদন মানেই টেলিভিশনের পর্দায় পছন্দের চ্যানেলে সিরিয়াল (Bengali Serial) দেখা। জি বাংলা হোক বা ষ্টার জলসা দুই চ্যানেলেই বেশ কিছু পছন্দের মেগা রয়েছে সকলেরই। তবে এবার হটাৎ করেই এই দুঃসংবাদ! বন্ধ সিরিয়ালের শুটিং, যার ফলে নতুন পর্ব নাও দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্ধ বাংলা সিরিয়ালের শুটিং

শুটিং বন্ধ শোনার প্রিয় দর্শকদের মনে প্রথম প্রশ্ন হটাৎ কেন বন্ধ হল শুটিং? জানা যাচ্ছে পরিচালকের সাথে ঝামেলার কারণেই নাকি সিরিয়ালের শুটিংয়ের কাজ বন্ধ হয়েছে। অবশ্য এই ঘটনা প্রথম নয়। শুরুতে কৌশিক গঙ্গোপাধ্যায়, তারপর জয়দীপ মুখোপাধ্যায় আর এবার সৃজিত রায়ের সাথে ঝামেলার জেরে বন্ধ হল কাজ। কোন কোন মেগার উপর প্রভাব পড়বে?

কোন সিরিয়ালগুলোর উপর পড়বে প্রভাব?

কাজ বন্ধ হওয়ার খবরে দর্শকেরাও চিন্তায় যে পছন্দের মেগার নতুন পর্ব হয়তো নাও দেখা যেতে পারে। যদিও এখন প্রতিটা মেগার ক্ষেত্রেই কিছু পর্ব ব্যাঙ্কিং করা থাকে। তবে কোন কোন সিরিয়ালের শুটিং বন্ধ হয়েছে এই প্রশ্ন উঠছে অনেকেরই মনে। এর উত্তরে জানা যাচ্ছে, সৃজিত রায়ের পরিচালনায় রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে, নিম ফুলের মধু এর মত সুপারহিট ধারাবাহিকগুলি। এই সিরিয়ালগুলোর শিল্প নির্দেশনা বিভাগের কর্মীরাই নাকি পরিচালককে জানিয়েছে তারা কাজ করবে না। এদিকে পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডও নাকি এক্ষেত্রে কোনো সাড়া শব্দ করেনি।

যেমনটা জানা যাচ্ছে, সরস্বতী পুজোর দিন থেকেই সৃজিত রায়ের নতুন ওয়েব সিরিজের শুটিং চালু হওয়ার কথা। তৈরি হওয়ার পর হইচই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে সিরিজটি। সব ঠিক ছিল, কল টাইমও দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু শুটিংয়ের টিমের তরফ থেকেই কোনো সহযোগিতা মেলেনি। যে পরিচালক এই সিরিজের পরিচালনা করবেন তিনিই নাকি নিম ফুলের মধু সিরিয়ালের পরিচালনায় করেন। তাই আগামী দিনে কি হতে চলেছে সেটা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার স্বল্পবসনা নাচ দেখেছেন? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

প্রসঙ্গত, ইতিমধ্যেই নেটপাড়ায় নিম ফুলের মধু শেষ হওয়া নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে। দর্শকদের একাংশের মত শীঘ্রই নাকি শেষ হবে মেগা। যদিও এমন কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি চ্যানেলের তরফ থেকে। উল্টে কিছুদিন আগেই কেক কেটে ৮০০ পর্বের সেলিব্রেশন করতে দেখা গিয়েছে গোটা টিমকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥