পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই টেলিভিশনের পর্দায় নানা কাহিনীর সিরিয়াল। তবে হাজারো মেগার ভিড়ে কিছু গল্প আর তার চরিত্ররা মনে দাগ কেটে যায়। এমনই একজন অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায় (Sreeparna Roy)। বিগত কয়েক বছরে একাধিক ধারাবাহিকে নানা চরিত্রে দেখা গিয়েছে তাকে। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন। বিয়ের পর বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও এবার জানা যাচ্ছে ছোটপর্দায় কামব্যাক করছেন শ্রীপর্ণা।
ছোটপর্দায় ফিরছেন শ্রীপর্ণা
শেষবার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরপর থেকেই কবে আবার তাকে পর্দায় দেখা যাবে সেই দিনের অপেক্ষায় ছিলেন দর্শকেরা। সম্প্রতি জানা যাচ্ছে নতুন মেগার হাত ধরেই ফিরছেন শ্রীপর্ণা। কোন চ্যানেলে ও মেগাতে দেখা যাবে তাকে? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
আসছে ‘সখি ভালোবাসা কারে কয়’
জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা ‘সখি ভালোবাসা কারে কয়’। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসছে এই মেগা, যেখানে শ্রীপর্ণাকে দেখা যাবে। তিনিই কি নায়িকা? না তেমন কোনো তথ্য জানা যায়নি। এই মুহূর্তে শুধু সিরিয়ালের নামটাই জানা গিয়েছে। আগামিতে প্রোমো এলেই বাকি তারকাদের সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তবে অভিনেত্রীর কামব্যাকের খবরে বেশ খুশি দর্শকেরা। নেটেটিভ না পজিটিভ কি ধরণের চরিত্রে দেখা মিলবে তার সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুনঃ রাইয়ের জীবনে নয়া বিপদ, TRP-তে ঝড় তুলতে বড় চমক ‘মিঠিঝোরা’য়
প্রসঙ্গত, ষ্টার জলসার ‘আঁচল’ ধারাবাহিক দিয়েই অভিনয়ের জগতে পা রেখেছিলেন শ্রীপর্ণা। পরবর্তীতে মুকুট, কড়ি খেলা, আজ আড়ি কাল ভাব, ওম নমঃ শিবায়, ইত্যাদি সিরিয়ালেও দেখা গিয়েছে তাকে। এছাড়া বড় পর্দায় ‘নিমকি গুলকি’ ও দেবের ‘কিডন্যাপ’ ছবিতেও কাজ করেছেন তিনি।