ড. মনমোহন সিং এর প্রয়াণে সাত দিনের ‘জাতীয় শোক’, চোখে জল দেশবাসীর

Published on:

dr. manmohan singh

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং (Manmohan Singh)। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের ১৪ তম প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। প্রবল শ্বাসকষ্ট নিয়ে এদিন তাঁকে দিল্লির এমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। পরে তাঁকে ICU এ ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। বিগত বেশ কয়েকদিন ধরেই বর্ষীয়ান এই রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শোকস্তব্ধ রাজনৈতিক মহল

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর মৃত্যুতে গোটা দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া দেখা গিয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, আগামীকাল অর্থাৎ শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ আজ তাঁর মতিলাল নেহরু মার্গের বাসভবনে থাকবে। সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে। আর এই আবহে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে।

৭ দিনের জাতীয় শোক ঘোষণা কেন্দ্রের!

যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে কেন্দ্রীয় প্রশাসনের একাধিক সূত্র মারফত জানা গিয়েছে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করতে চলেছে কেন্দ্র। জাতীয় শোক ঘোষণা হলে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং এই সাত দিন সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। জানা হয়েছে আজ সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বসার কথা। তার পরেই আনুষ্ঠানিক ভাবে ‘জাতীয় শোক’ ঘোষণা করা হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যদিকে, আজ অর্থাৎ শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করতে চলেছে কেন্দ্র। এমনকি কংগ্রেসও সাত দিনের জন্য সব দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কর্নাটক সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এবং আজ সরকারি ছুটি ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। দেশের অর্থনৈতিক সংস্কারের অন্যতম পথিকৃৎ হিসেবে বরাবর উঠে এসেছে ড. মনমোহন সিং এর নাম।

তাঁর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অর্থনীতিতে একটি দৃঢ় এবং শীর্ষ অবস্থান অর্জন করেছিল। কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পরে ড . মনমোহন সিং কে রাজনৈতিক ময়দানে তেমনভাবে দেখা যায়নি। তবে জাতীয় ইস্যুতে তাঁকে মাঝে মাঝে মতামত প্রকাশ করতে দেখা গিয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group