ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, ব্রিজ থেকে ছিটকে পড়ল ইঞ্জিন! দিল্লি-হাওড়া রুটে ব্যহত ট্রেন চলাচল

Published on:

fatehpur train accident

শ্বেতা মিত্র, কলকাতা: দেশে ট্রেন দুর্ঘটনার (Train Accident) ধারাবাহিকতা যেন থামারই নাম নিচ্ছে না। নতুন মাসের শুরুতে দেশে ফের একবার বিরাট রেল দুর্ঘটনা ঘটে গেল। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কেঁপে গেল রাজ্য। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ব্রিজ থেকে পড়ে গিয়েছে একটি ট্রেনের ইঞ্জিন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ফতেপুর শহরের খাগা এলাকায় পাম্ভিপুরের কাছে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

উত্তরপ্রদেশে বড় রেল দুর্ঘটনা

দুর্ঘটনায় ঘটনাস্থলে গার্ডের ভ্যান ও ইঞ্জিন লাইনচ্যুত হলেও বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। রেল সূত্রে খবর, প্রথম মালবাহী ট্রেনটি ডিএফসিসিআইএল ট্র্যাকে সিগন্যালের অভাবে থেমে গিয়েছিল এবং দ্বিতীয় মালবাহী ট্রেনটি পিছন থেকে এসে আচমকাই ধাক্কা মারে। উত্তরপ্রদেশের ফতেপুরে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খাগা সংলগ্ন পানভিপুরের কাছে এই ঘটনা ঘটে। এতে উভয় ট্রেনের চালক গুরুতর আহত হন।

এরই মধ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর রেল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে ঘটল রেল দুর্ঘটনা? সূত্রের খবর, দুটি মালবাহী ট্রেন একই লাইনে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে দুটি ট্রেনের ইঞ্জিনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

থমকাল বহু ট্রেনের চাকা

এহেন দৃশ্য দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রাও। প্রভাব পড়ছে রেল চলাচলের উপর, ক্ষতিগ্রস্ত বহু ট্রেন। দিল্লি-হাওড়া রুটে এই দুর্ঘটনার জেরে রেল ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে দেওয়া হয়েছে, কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group