নতুন পে কমিশনে DA, DR বাড়লে বৃদ্ধি পাবে রেলের ভাড়াও? জানিয়ে দিল কেন্দ্র সরকার

Published on:

train ticket

শ্বেতা মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অষ্টম বেতন পে কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে করে স্বাভাবিকভাবেই কেন্দ্রের কোটি কোটি কর্মচারির বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়বে। আবার ডিএ, ডিআর সহ আরও অনেক ভাতার বৃদ্ধির ব্যাপারও রয়েছে। একদিকে যখন কর্মীদের পকেট ভরবে সেখানে অন্যদিকে সরকারের ভান্ডারে অনেকটাই চাপ বাড়বে। এহেন পরিস্থিতিতে বাড়তি খরচের টাকা তুলতে রেলের ভাড়া বৃদ্ধির কথা ভাবনাচিন্তা করছিল সরকার। তবে শেষ অবধি সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে কেন্দ্র। এমনটাই খবর।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাড়া বাড়ছে রেলের?

সূত্রের খবর, অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার পর কেন্দ্রের খরচ হবে আনুমানিক ৩০ থেকে ৩২,০০০ কোটি টাকা। অঙ্কটা আঁতকে দেওয়ার মতোই। এদিকে এত পরিমাণে টাকার ধাক্কা সামলাতে ট্রেনের টিকিট ভাড়া বৃদ্ধি করে টাকা জোগাড় করার পরিকল্পনা ছিল সরকারের। তবে যতদূর জানা যাচ্ছে, আপাতত সেই পরিকল্পনা বাতিল করেছে ভারতীয় রেল। এর বড় কারণ বিরোধী ও শরিক দলদের চাপ।

আরও পড়ুনঃ এবার হবে কাজ, সুপ্রিম কোর্টে DA মামলা চলাকালীনই বড় পদক্ষেপ সরকারি কর্মীদের

যাইহোক, সরকার যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তা সাধারণ মানুষের জন্য যথেষ্ট স্বস্তির হবে সেটা বলাই চলে। এমনিতে আর কয়েকদিন পরেই রয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। এই কেন্দ্রীয় বাজেটের পেশ করার সময় কোন জিনিসের দাম বাড়বে এবং কোন জিনিসের দাম কমবে সেদিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে দেশবাসীর অবস্থায় যদি ট্রেনের ভাড়া সরকার যদি বৃদ্ধি না করে, তাহলে সাধারণ দেশবাসীর কাছে তা অনেকটাই স্বস্তির।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

বিপুল খরচ হবে কেন্দ্রের

পূর্বের এক হিসেব অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশনের পরে ১৮ হাজার কোটি ও সপ্তমের পরে প্রায় ২২ হাজার কোটি টাকার বাড়তি বোঝা চেপেছিল রেলের ঘাড়ে। আগামী বছর অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে, রেলের কর্তাদের ধারণা, বেতন ও পেনশন খাতে অতিরিক্ত খরচ প্রায় ৩০-৩২ হাজার কোটি টাকায় পৌঁছে যাবে। রেলের একটি সূত্রের দাবি, বর্তমানে রেলের অপারেটিং রেশিয়ো ৯৮.৬৫%-এর কাছাকাছি। অর্থাৎ এখন রেলের একশো টাকা আয় করতে গেলে খরচ হচ্ছে প্রায় ৯৯ টাকা।

আরও পড়ুনঃ বাজারে এল ৫ ও ৩৫০ টাকার নতুন নোট? বিজ্ঞপ্তি জারি করল RBI

সবথেকে বড় কথা, টিকিটের ওপর রেলের তরফে অনেকটাই ভর্তুকি দিতে হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বলেন যে ভারতীয় রেল প্রতি বছর সমস্ত শ্রেণির যাত্রীদের মোট ৫৬,৯৯৩ কোটি টাকা ভর্তুকি দেয়, প্রতিটি টিকিটে ৪৬ শতাংশ ছাড় দেয়।অষ্টম বেতন কমিশনের চাপ কমাতে যাত্রিভাড়া বাড়িয়ে ওই খাতে ভর্তুকি কমানোর প্রস্তাব দিয়েছিল রেল মন্ত্রক। যদিও তা খারিজ করে দিয়েছেন সরকারের শীর্ষ নেতৃত্ব। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে কেন্দ্র বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group