DA বৃদ্ধির আগেই কপাল খুলল সরকারি কর্মীদের, গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বেড়ে হল ২৫ লক্ষ টাকা

Published on:

dearness allowance gratuity hike

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের একবার পোয়া বারো হল সরকারি কর্মীদের। এমনিতে সকলে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির অপেক্ষা করছেন। সেইসঙ্গে অষ্টম বেতন পে কমিশনের গঠন হওয়া নিয়েও সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে সরকারি কর্মীদের। এরই মাঝে কপাল খুলে গেল লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরের পর প্রাপ্ত গ্র্যাচুইটিতে প্রয়োজনীয় পরিবর্তন এনেছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ২০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাড়ল গ্র্যাচুয়েটির টাকা

মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এই সমন্বয় করা হয়েছে, যা বেড়ে হয়েছে ৫০ শতাংশেরও বেশি। গুরুত্বপূর্ণ বিষয় হ’ল এই গ্র্যাচুইটির পরিমাণ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য করমুক্ত থাকলেও বেসরকারী ক্ষেত্রের কর্মচারীদের জন্য করমুক্ত সীমা ২০ লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই নতুন বছরে বহু কর্মীর কাছে এটা বড় উপহার।

গ্র্যাচুইটি মানে কি?

এখন নিশ্চয়ই ভাবছেন যে এই গ্র্যাচুয়েটি কী? গ্র্যাচুইটি হ’ল অর্থের পরিমাণ যা একজন কর্মচারীকে তার নিয়োগকর্তার দ্বারা প্রদত্ত পরিষেবাগুলির জন্য পুরষ্কার হিসাবে দেওয়া হয়। এটি সাধারণত প্রদান করা হয় যখন কোনও কর্মচারী কমপক্ষে পাঁচ বছর একটানা চাকরির পরে অবসর গ্রহণ করেন বা চাকরি ছেড়ে দেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ আরজি করের বিচার না মেলায় হাইকোর্টের অনুমতিতে ফের ‘রাত দখল’, কবে হচ্ছে?

গ্র্যাচুইটি একজন কর্মচারীর মোট বেতনের একটি উপাদান, তবে এটি নিয়মিত প্রদান করা হয় না, বরং কর্মচারী কোম্পানি ছেড়ে গেলে এটি একক পরিমাণে প্রদান করা হয়। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মেনে পেনশন ও পেনশনার্স কল্যাণ দফতরের তরফে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) ২০২১-এর অধীনে অবসর এবং মৃত্যু গ্র্যাচুইটি উভয়কেই প্রভাবিত করে। নতুন সীমা ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া সমস্ত যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য।

গ্র্যাচুইটির হিসাব

গ্র্যাচুইটির হিসাব করা হয় কর্মচারীর মাসিক বেতনের ওপর ভিত্তি করে। যোগ্যতা অর্জনের জন্য, একজনকে অবশ্যই মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে ব্যতীত কমপক্ষে পাঁচ বছর একটানা কাজ করতে হবে। হিসাব অনুযায়ী, পাঁচ বছরে বছরে ২৪০ কার্যদিবস থাকে। গ্র্যাচুইটি অবসর, পাঁচ বছর পরে পদত্যাগ বা মৃত্যু বা অক্ষমতার কারণে দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group