সংঘাত অতীত, রমরমিয়ে চলছে ভারত-পাক বাণিজ্য! হিসেব দিল SBP

Published on:

India-Pakistan trade is in full swing, State Bank of Pakistan statistics show

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকলেও, দু’দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে এক চুলও আঘাত আসেনি! পুরো দমে চলছে ভারত-পাকিস্তানের দ্বীপাক্ষিক বাণিজ্য। সম্প্রতি পরিসংখ্যান দেখিয়ে এমন দাবিই করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পশ্চিমের দেশের ওই কেন্দ্রীয় ব্যাঙ্কটি এও জানিয়েছে, দুদেশের মধ্যে বাণিজ্য বন্ধ হওয়া তো দূর, অর্থ মূল্যের নিরিখে ব্যবসার পরিমাণ ক্রমশ বেড়েছে দু’দেশের! যে খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন।

বাণিজ্য বেড়েছে ভারত-পাকিস্তানের!

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান একেবারে পরিসংখ্যান দিয়ে বলেছে, 2024-25 আর্থিক বছরের প্রথম 11 মাস অর্থাৎ গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ভারত থেকে আমদানি করা দ্রব্যের অর্থ মূল্য কমপক্ষে 21.15 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় হিসেবটা 1808 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যেখানে আগের আর্থিক বছরে অর্থাৎ 2023-24 অর্থ বর্ষে ভারত থেকে পাকিস্তানের আমদানির অর্থ মূল্য ছিল ভারতীয় মুদ্রায় 1761 কোটি টাকারও বেশি। একই নিয়ম অনুযায় 2022-23 অর্থবর্ষে যেই হিসেবটা ছিল 1624 কোটি টাকার কিছুটা বেশি। মূলত এমন পরিসংখ্যান তুলে ধরেই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক দাবি করছে, ভারতের সাথে কূটনৈতিক ক্ষেত্রে সম্পর্ক খারাপ হলেও বিগত বছরগুলিতে এদেশ থেকে আমদানি ক্রমশ বাড়িয়েছে পাকিস্তান।

অবশ্যই পড়ুন: উত্তর-পূর্ব ভারতে হামলার ছক! গোপনে বাংলাদেশে ঢুকল পাকিস্তান, চলছে বিরাট ষড়যন্ত্র

উল্লেখ্য, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে একটা বিষয় জলের মতো পরিষ্কার, আর তা হল, বিগত বছরগুলিতে ভারতের বদলে পাকিস্তানই এ দেশ থেকে গাদাগুচ্ছের পণ্যে আমদানি করেছে! তবে দিল্লির তরফে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের এমন পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে কোনও হিসেব প্রকাশ করা হয়নি।

যদিও সূত্র বলছে, বিগত বছরগুলিতে পরিসংখ্যানে উল্লিখিত পরিমাণের থেকেও বেশি পণ্য ভারত থেকে আমদানি করেছে পাকিস্তান! আসলে সারা বছরই কলম্বো, সিঙ্গাপুরের মতো একাধিক বন্দর ঘুরে পাকিস্তানে যায় ভারতীয় পণ্য! কেননা, বাঁচতে গেলে তো দিল্লির ওপর নির্ভর করা ছাড়া দ্বিতীয় পথ খোলা নেই ইসলামাবাদের!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group