বিক্রম ব্যানার্জী, কলকাতা: সীমান্তে পাকিস্তানের সন্ত্রাস রুখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই ভাই ভারত এবং আফগানিস্তান। আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রীর সাথে বৈঠকে সন্ত্রাসদমনে নয়াদিল্লি এবং কাবুলের একজোট হয়ে কাজ করার কথা জানালেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। শুধু তাই নয়, বিদেশমন্ত্রীর কথায়, ‘খুব শীঘ্রই আফগানিস্তানের কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত।’
সীমান্ত সন্ত্রাস রুখতে বদ্ধপরিকর দুই দেশ
রাষ্ট্রসঙ্ঘের তরফে নিষেধাজ্ঞা ছিল আগেই। তবে ভারত সফরের কারণে সাময়িকভাবে আফগান মন্ত্রীর উপর থেকে আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে তাঁকে ছাড়পত্র দিয়েছিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। রিপোর্ট অনুযায়ী, ভারতে এসেই শুক্রবার বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকে বসেন আফগান বিদেশমন্ত্রী এবং তাঁর প্রতিনিধি দল। আর সেখানেই, নাম না করে পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে গলা উঠিয়েছে দুই দেশ।
India is fully committed to the sovereignty, territorial integrity, and Independence of Afghanistan. Closer cooperation between us contributes to your national development as well as regional stability. To enhance that I am pleased to announce the upgrading of India’s technical… pic.twitter.com/dlcZsgwhpr
— DD News (@DDNewslive) October 10, 2025
এদিন ভারতের বিদেশমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘ভারত এবং আফগানিস্তান দুই দেশকেই সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হচ্ছে। তাই আগামী দিনে সমস্ত রকমের সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আফগানিস্তানের নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় ভারত যেভাবে পাশে থাকে, ঠিক তেমনই আফগানিস্তানও ভারতের পাশে থেকেছে। এটা সত্যিই প্রশংসনীয়।’
কাবুলে দূতাবাস খুলবে ভারত?
শুক্রবার, তালিবান মন্ত্রী মুত্তাকির সাথে বৈঠক চলাকালীন ভারতীয় বিদেশমন্ত্রী স্পষ্ট জানান, ‘যত দ্রুত সম্ভব আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাস খোলা হবে। একই সাথে আফগানিস্তানের স্বাস্থ্য খাতে অন্তত নতুন 6টি প্রকল্প শুরু করার কাজে হাত দেবে ভারত।’ এদিন বিদেশমন্ত্রীর তরফে আফগানিস্তানকে 20টি নতুন অ্যাম্বুলেন্স, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন ও চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কথা বলা হয়। শুধু তাই নয়, শোনা গিয়েছে, আফগানিস্তানকে ক্যান্সারের ওষুধও সরবরাহ করবে ভারত।
অবশ্যই পড়ুন: IPL 2026 এর নিলাম হবে দেশের মাটিতেই! প্রকাশ্যে দিনক্ষণ, কবে থেকে শুরু খেলা?
উল্লেখ্য, 2021 সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো ভারত সফরে এলেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি। সেই খবরে পাকিস্তানের যে গা জ্বলছে সে কথা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, মুত্তাকির ভারত সফরের মাঝেই কাবুলে জোরালো হামলা চালিয়েছে পাকিস্তান। এহেন আবহে, ভারতের বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, আফগানিস্তানের অখন্ডতাকে চিরকাল সমর্থন করে এসেছে ভারত, আগামীতেও করবে।