Indiahood-nabobarsho

শেষের দিক থেকে দ্বিতীয় কলকাতা হাইকোর্ট, ‘ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট’এ করুণ দশা বাংলারও

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ন্যায়বিচারের এবার আসল চেহারা তুলে ধরল ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2025 (India Justice Report 2025)। টাটা ট্রাস্টের তত্ত্বাবধানে তৈরি এই রিপোর্ট একরকম ঝলক দেখালো। রিপোর্টে দেখা যাচ্ছে পুলিশ, আদালত, কারাগার বা আইনি সহায়তার দিক থেকে ভারতের কোন রাজ্যে বর্তমানে কোথায় দাঁড়িয়ে। তালিকায় পশ্চিমবঙ্গের ছবি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, দক্ষিণ ভারতের রাজ্যগুলি নজরকাড়া উন্নতি করেছে। আর সেখানে বাংলা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান একদম তলানিতে। আর কলকাতা হাইকোর্ট? আসলে দেশের 18টি হাইকোর্টের মধ্যে জায়গা পেয়েছে 17 নম্বরে। ভাবতে পারছেন?

জাস্টিস রিপোর্ট 2025-এর গুরুত্ব

সূত্র বলছে, 2019 সাল থেকে এই রিপোর্ট তৈরি করা হচ্ছে। আর এবার 2025 সংস্করণে উঠে এসেছে চমক দেওয়া তথ্য। সংখ্যার দিক থেকে নয়, বরং দেশের ন্যায়বিচার এবং গভীর সংকটেরও ইঙ্গিত দিচ্ছে এই রিপোর্ট। মূলত চারটি দিক আলোচনা করা হয়েছে এই রিপোর্টে। আর সেগুলি হল পুলিশ বিভাগ, বিচার বিভাগ, কারাগার ব্যবস্থা এবং আইনি সহায়তা। আর প্রতিটি খাতেই জনসংখ্যার অনুপাতে পরিকাঠামো, নিয়োগ প্রক্রিয়া, ন্যায়বিচার ইত্যাদি পর্যালোচনা করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রথম এবং শেষ কোন রাজ্য?

এই রিপোর্টে চমক দিয়ে 1 নম্বরে উঠে এসেছে কর্ণাটক, যার স্কোর 6.78। এছাড়া প্রথম পাঁচে রয়েছে আরও চারটি দক্ষিণের রাজ্য। আর সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা এবং তামিলনাড়ু। অন্যদিকে আমাদের বাংলার স্কোর মাত্র 3.63। এমনকি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিও বাংলার চেয়ে অনেক উপরে রয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের স্থান 17 নম্বরে, যা দেশের সবথেকে দ্বিতীয় খারাপ পারফরম্যান্স।

জানলে চমকে উঠবেন, পুলিশ বিভাগে এবার সব থেকে বেশি উন্নতি করেছে বিহার। তবে কিছু সমস্যা এখনো থেকে গিয়েছে। কারণ দেশে 1 লক্ষ জনসংখ্যার পিছনে যেখানে গড়ে 155 জন পুলিশ রয়েছে, সেখানে বিহারে মাত্র 81 জন। পাশাপাশি বিচার ব্যবস্থায় উন্নতি করেছে রাজস্থান, কেরালা এবং মধ্যপ্রদেশের মতো রাজ্য। এছাড়া কারাগার ব্যবস্থায় উন্নতি করেছে উড়িষ্যা এবং ঝাড়খন্ড এবং আইন সহায়তায় এগিয়ে রয়েছে হরিয়ানা।

বাংলা কেন তলানিতে?

বাংলার এই করুণ দুর্দশা দেখে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই আইন শৃঙ্খলা পরিস্থিতির রোগে ভুগছে। নিয়োগ প্রক্রিয়ায় ঘাটতি, রাজনৈতিক টানাপোড়েন, সবকিছুই এর প্রধান কারণ। কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে সমস্যা তো আরো গভীর। শূন্যপদ থাকলেও পূরণ করার তোড়জোড় নেই বললেই চলে। এর পাশাপাশি বিচারপতি নিয়োগ না করে বাইরে থেকে বিচারপতি নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। ফলে মামলা দিনের পর দিন ঝুলে থাকছে এবং বিচার ব্যবস্থার বিলম্বিত হচ্ছে। এমনকি আইনজীবীরও আকাল পড়ছে হাইকোর্টে। তাই কলকাতা হাইকোর্টের অবস্থা দিনের পর দিন আরও তলানিতে ঠেকছে।

আরও পড়ুনঃ ৩০% অবধি বাড়তে পারে বেতন, অষ্টম পে কমিশনে পেনশনভোগী থেকে কর্মীদের খুলবে কপাল

এক কথায় ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের বাংলা কতটা পিছিয়ে। তাই পশ্চিমবঙ্গ এবং কলকাতা হাইকোর্টকে যদি সত্যি পরিবর্তন আনতে হয়, তাহলে এখনি বিচার ব্যবস্থায় স্বচ্ছতা, শূন্যপদ পূরণ ইত্যাদিতে জোর দিতে হবে। নাহলে ভবিষ্যতে আলো ফেরানো দুষ্কর হয়ে পড়বে

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group