দিল্লি হাওড়া রুটে ছুটবে ১৬০ কিমি গতির ট্রেন! নজরে ১১ অক্টোবর

Published:

mission raftar
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ দীপাবলির মতো উৎসবের আবহে বিরাট চমক দিতে চলেছে ভারতীয় রেল। এমনিতে যত সময় এগোচ্ছে ততই আরও উন্নত হচ্ছে রেল পরিষেবা। বর্তমান সময়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া জলভাতের সমান হয়ে দাঁড়িয়েছে। এদিকে রেলের পরিষেবায় খুশি যাত্রীরাও। তবে এবার এই খুশি আরও দ্বিগুণ করতে হাওড়া-নয়াদিল্লি রুটে বিরাট কাজ করতে চলেছে রেল। ভারতীয় রেলওয়ের মিশন রাফতারের (Mission Raftar) আওতায়, দিল্লি-হাওড়া রেল রুটে ট্রেনের গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বৃদ্ধি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দিল্লি হাওড়া রুটে ১৬০ কিমি গতিতে ছুটবে ট্রেন!

রেল সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ১১ অক্টোবর শনিবার চিপিয়ানা বুজুর্গ (গাজিয়াবাদ) এবং টুন্ডলার মধ্যে ১৯০ কিলোমিটার অংশে একটি পরীক্ষামূলক ট্রেন চালানোর কথা রয়েছে। সফল পরীক্ষার পর, এটি হবে দেশের প্রথম রেল বিভাগ যেখানে ট্রেন ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলবে। বর্তমানে, এই রুটে ট্রেনগুলি ৯০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলে।

ট্রায়াল রানের প্রস্তুতি শুরু রেলের

গাজিয়াবাদ থেকে ডিডিইউ পর্যন্ত ৭৬০ কিলোমিটার দীর্ঘ লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম তৈরি করা হয়েছে, যা নিরাপত্তা এবং পরিচালনা দক্ষতা উভয়ই বৃদ্ধি করে। রেলপথের পাশে দেওয়াল, ক্র্যাশ ব্যারিয়ার এবং কবচ প্রযুক্তি স্থাপন করা হচ্ছে। প্রায় ৬৯৭৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সিপিআরও শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন যে রেলওয়ের লক্ষ্য হল দেশের প্রধান রেল লাইনে বিশ্বমানের সুবিধা উপলব্ধ করার জন্য যাত্রীদের ‘দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য রেল ভ্রমণ’ প্রদান করা।

রেল আশাবাদী, এই পরীক্ষার পর, এখন বলা হচ্ছে যে আগামী দিনে, বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস এবং অন্যান্য সুপারফাস্ট ট্রেনগুলি এই লাইনে সুচারুভাবে চলাচল করতে সক্ষম হবে। ট্রেনগুলি প্রতি ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে। পরীক্ষার সময়, ইঞ্জিনিয়াররা ট্র্যাকের স্থিতিশীলতা, সংকেত প্রতিক্রিয়া, কম্পন এবং ব্রেকিং সিস্টেমগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join