আয় ১,৭৬,০৬,৬৬,৩৩৯! ভারতের সবথেকে লাভদায়ক ট্রেনের তালিকায় নেই বন্দে ভারত, রইল লিস্ট

Published on:

rajdhani express

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমানে যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেলের (Indian Railways) মুকুটে একের পর এক নয়া পালক জুড়ছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। ভারতে প্রতিদিন হাজার হাজার ট্রেন ছুটে চলেছে। এদিকে কোটি কোটি মানুষ প্রতিদিন ভারতীয় রেলের ট্রেনে যাতায়াত করে। রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারতের মতো সুপারফাস্ট ট্রেন ছাড়াও মেল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন, লোকাল, ডিএমইউর মতো অনেক ট্রেন রয়েছে যা মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। অনেকেই হয়তো জানেন যে ভারতে ট্রেনের টিকিট, মালবাহী থেকে রেলের ব্যাপক পরিমাণে টাকা আয় হয়। তবে আপনি কি জানেন কোন ট্রেন রেলকে সবচেয়ে বেশি উপার্জন করতে সাহায্য করেছে? জানতে হলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ভারতের সবথেকে বেশি উপার্জনকারী ট্রেন কোনটি?

WhatsApp Community Join Now

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভারতের সবথেকে বেশি উপার্জনকারী ট্রেন কোনটি? নিশ্চয়ই ভাবছেন বন্দে ভারত বা শতাব্দী এক্সপ্রেস? তাহলে উত্তর হল না। উত্তর রেলের সবচেয়ে বেশি উপার্জন করা ট্রেন হল রাজধানী এক্সপ্রেস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। ট্রেন নম্বর ২২৬৯২ বেঙ্গালুরু রাজধানী হজরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত চলে। ২০২২-২৩ সালে এই ট্রেনে মোট ৫০৯৫১০ জন যাতায়াত করেছেন। এর জেরে রেলের আয় হয়েছে প্রায় ১,৭৬,০৬,৬৬,৩৩৯ টাকা।

তালিকায় রয়েছে আরও নাম

এই তালিকায় অনন্য নাম হল শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, যা কলকাতাকে জাতীয় রাজধানী নয়াদিল্লির সঙ্গে সংযুক্ত করে। এটি রেলের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ট্রেন। ট্রেন নম্বর ১২৩১৪ শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ২০২২-২৩ সালে ৫,০৯,১৬৪ জন যাত্রীকে নিজেদের গন্তব্যে পৌঁছে দিয়েছে, যার ফলে এই ট্রেনের আয় হয়েছে ১,২৮,৮১,৬৯,২৭৪ টাকা।

এই তালিকায় তিন নম্বরে রয়েছে ডিব্রুগড় রাজধানী। গত বছর নয়াদিল্লি থেকে ডিব্রুগড়ের মধ্যে চলাচলকারী ট্রেনটি ৪,৭৪,৬০৫ জন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছেছে। এর ফলে রেল মোট আয় করেছে ১,২৬,২৯,০৯,৬৯৭ টাকা। চার নম্বরে রয়েছে নয়াদিল্লি এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস। ট্রেন নম্বর ১২৯৫২ মুম্বই রাজধানী এক্সপ্রেস ২০২২-২৩ সালে ৪,৮৫,৭৯৪ জন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছেছিল। এর ফলে রেলের আয় হয়েছে আনুমানিক ১,২২,৮৪,৫১,৫৫৪ টাকা। আয়ের দিক থেকে ডিব্রুগড় রাজধানী দেশের পঞ্চম সর্বোচ্চ উপার্জনকারী ট্রেন। গত বছর ৪ লাখ ২০ হাজার ২১৫ জন যাত্রী গন্তব্যে পৌঁছে দিয়েছে এই ট্রেন। এই ট্রেন চালিয়ে রেল আয় হয়েছে ১,১৬,৮৮,৩৯,৭৬৯ টাকা।

সঙ্গে থাকুন ➥
X