প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের দেশে প্রবীণ নাগরিকদের জন্য যেকোনো কিছুর উপর ছাড়ের ব্যবস্থা করা হয়ে থাকে। যার মধ্যে অন্যতম হল ট্রেনের টিকিটের উপর ছাড় (Senior Citizen Concession)। এরপর করোনা প্রভাব কাটতেই সেই ছাড় উঠিয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যাচ্ছে সেই নিয়ম নাকি পুনরায় নিয়ে আসতে চলেছে রেল। দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে প্রবীণদের টিকিট ওপর বড় অংকের ছাড় দেওয়া হচ্ছে। ব্যাপারটা কী? সম্পূর্ণ জেনে নেওয়া যাক বিস্তারিত।
ট্রেনের টিকিটের উপর বিপুল ছাড়!
এর আগে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং রূপান্তরকামী যাত্রীদের টিকিটের তাঁদের প্রকৃত মূল্যের ৪০ শতাংশ এবং মহিলা যাত্রীদের বয়স ৫৮ বছর বা তার বেশি হলে তাঁদের টিকিটের প্রকৃত মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হত। কিন্তু পরবর্তী কালে দেখা যায় যাত্রীদের এত ছাড় দেওয়ার ফলে রেলের সিন্দুকে যতটা লাভ হওয়া উচিত, ততটা একদমই হচ্ছে না। তাই শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে ছাড় তুলে দেওয়ার পাশাপাশি তুলে দেওয়া হয় প্রবীণদের টিকিটের উপর ছাড়ও। শেষবার কোভিডের সময় প্রবীণ নাগরিকদের টিকিটের উপর ছাড় দেওয়া হয়েছিল।
ভাইরাল সোশ্যাল মিডিয়ার পোস্ট
এরপর দেশে কোভিডের প্রভাব কেটে যাওয়ার পরে বিভিন্ন মহলের তরফে ছাড় ফিরিয়ে নেওয়ার দাবি তোলা হলেও ভারতীয় রেল সেই পথে হাঁটেনি। প্রায় ন’হাজার কোটি টাকার কাছাকাছি আয় করেছিল রেল। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনে ফেরানো হচ্ছে প্রবীণদের কনসেশন। এসি থ্রি-টিয়ার, এসি চেয়ার কার, স্লিপার ক্লাসে টিকিট কাটলে প্রবীণ নাগরিকরা পাবে বিপুল ছাড়। আর তাতেই অনেকের ধারণা সবই কেন্দ্রীয় সরকারের ভোট আদায়ের টোটকা। যেহেতু সামনেই বিহার সহ একাধিক রাজ্যের নির্বাচন।
আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিপাকে সরকার! সুপ্রিম কোর্টের নিয়ম না মানায় ৪ শিক্ষা অধিকর্তাকে আইনি নোটিস
কিন্তু এদিকে এখনো টিকিটের ওপর প্রবীণদের ছাড় নিয়ে কোন মন্তব্য করেনি ভারতীয় রেল। যদিও এই প্রস্তাবটি মন থেকে যে নিতে চায় না ভারতীয় রেল সেটা একেবারেই স্পষ্ট। কারণ বিষয়টি নিয়ে অতীতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছিলেন, এমনিতেই ট্রেনের টিকিটে প্রত্যেক যাত্রীকে ৫৫ শতাংশ ছাড় দেওয়া হয়। উদাহরণ দিয়ে তিনি দাবি করেছিলেন যে ১০০ টাকাকে ভিত্তি ধরলে টিকিটে প্রত্যেক যাত্রীর থেকে মোটে ৪৫ টাকা নেয় ভারতীয় রেল। তাই সেক্ষেত্রে ট্রেনের টিকিটের ক্ষেত্রে এই পুরনো দাবি আর ফিরে আসবে না।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।