নোবেল শান্তি পুরস্কার উঠল ভেনিজুয়েলার বীরাঙ্গনার হাতে! কে এই মারিয়া কোরিনা মাচাদো?

Published:

Maria Corina Machado
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার 2025 (Nobel Peace Prize 2025) গেল এক সাহসী নারীর হাতে। জানা যাচ্ছে, ভেনেজুয়েলার গণতন্ত্র রক্ষার লড়াইয়ের প্রতীক মারিয়া কোরিনা মাচাদোকে (Maria Corina Machado) এই পুরস্কারে ভূষিত করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। তাঁর তীব্র সংগ্রাম, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা, আর একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে রূপান্তরের জন্যই তিনি এই সম্মানে সম্মানিত হয়েছেন।

কে এই মারিয়া কোরিনা মাচাদো?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মারিয়া কোরিনা মাচাদো একজন ভেনেজুয়েলার রাজনীতিবিদ এবং শিল্প প্রকৌশলী। বর্তমানে তিনি দেশের প্রধান বিরোধী নেত্রী। এমনকি তাঁকে শুধুমাত্র রাজনীতিবিদ বলা চলবে না, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনেরও মুখ্য সংগঠক। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার একনায়ক নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে তিনি মানবাধিকার এবং স্বাধীন নির্বাচনের দাবিতে সরব হয়ে আসছেন।

প্রসঙ্গত, তিনি একসময় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। তবে সরকারের চাপে তাঁকে ভোটে অংশ নিতে বারণ করা হয়েছিল। তবুও তিনি হাল ছেড়ে দেননি। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি। আর তাঁর নেতৃত্বে ভেনেজুয়েলার বিরোধী দলগুলিও একত্রিত হয়েছিল যারা একসময় নিজেদের মধ্যে বিভক্ত ছিল।

কেন তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল?

প্রসঙ্গত, নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে রূপান্তরের সংগ্রামের জন্যই 2025 সালের নোবেল শ্রান্তি পুরস্কারে ভূষিত করা হল মারিয়া কোরিনা মাচাদোকে। এমনকি কমিটির চেয়ারম্যান বলেছেন, মাচাদো রাজনৈতিক বিরোধীদের মধ্যে ঐক্য আনতে বিরাট ভূমিকা রেখেছেন। তিনি এমন একজন নেত্রী, যিনি মানুষের মধ্যে আশার আলো জ্বালিয়ে তুলেছেন।

আরও পড়ুনঃ দিল্লি হাওড়া রুটে ছুটবে ১৬০ কিমি গতির ট্রেন! নজরে ১১ অক্টোবর

প্রসঙ্গত, ভেনেজুয়েলা বর্তমানে রাজনৈতিক আর অর্থনৈতিক সংকটে জর্জরিত। একদিকে সরকারের কড়া দমননীতি, অন্যদিকে নাগরিকদের অধিকারের চেষ্টা নিয়ে আন্দোলন দিনের পর দিন দেশটিকে ক্ষতিগ্রস্ত করছে। আর এই কঠিন পরিস্থিতির মধ্যে মাচাদো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্যই তাঁকে বিশ্বের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join