AI দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ তৈরি করে তাক লাগাল চিন

Published on:

China AI Powered Dam record breaking

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়ের সাথে সাথে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এই মুহূর্তে বিশ্বের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ঢুকে পড়েছে AI। এবার সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিরাট ঘটনা ঘটালো চিন। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, AI ও ডিজিটাল টুইন প্রযুক্তিকে ব্যবহার করে একটা গোটা বাঁধ (China AI Powered Dam) তৈরি করে ফেলেছে, ড্রাগনের দেশ।

বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ তৈরি করল চিন

রিপোর্ট অনুযায়ী, চিনের জিনজিয়াং অঞ্চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল টুইন প্রযুক্তিকে ব্যবহার করে বিশ্বের প্রথম উঁচু বাঁধ তৈরি করে ফেলেছে শি জিনপিং এর দেশ। বাঁধটির নাম দেওয়া হয়েছে ড্যাশক্সিয়া। জানা গিয়েছে, চিনের রাষ্ট্রায়ত্ত চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের হাত ধরে তৈরি হয়েছে এই বাঁধটি। বিশেষজ্ঞ মহলের দাবি, এই বাঁধ বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা কংক্রিট রকফিল বাঁধ। জানা গিয়েছে, চিনে নবনির্মিত বাঁধটির উচ্চতা কম করে 810 ফুট। যা 80টি বিল্ডিংয়ের সমান।

রিপোর্ট বলছে, চিনের এই ড্যাশক্সিয়া বাঁধটি বিশ্বের প্রথম বাঁধ যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। বলা বাহুল্য, এই বাঁধ পরিচালনার জন্য কোনও মানুষের প্রয়োজন হবে না।। কারণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল টুইনের সহায়তায় এতে মানবহীন অপারেশন সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। চিনের বিজ্ঞানীদের মতে, মূলত ভূমিকম্প এবং ভূতাত্ত্বিক চ্যালেঞ্জগুলিকে এড়িয়ে যাওয়ার জন্যই ডিজিটাল টুইন, AI এবং ব্লক চেইন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ওই বাঁধ তৈরিতে।

অবশ্যই পড়ুন: ‘শীঘ্রই ভারতের অংশ হবে PoK!’ রাজনাথের বক্তব্যকে সমর্থন জানাল বালুচিস্তান

এক বাঁধ থেকেই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে চিন

সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত এই বাঁধটির জল ধারণ ক্ষমতা 1.17 বিলিয়ন ঘন মিটার। মনে করা হচ্ছে এই বাঁধ থেকেই, আকসু নদী অববাহিকা ও তারিম নদী অববাহিকায় 5,33,000 হেক্টরেরও বেশি কৃষি জমিতে জল পৌঁছে দেওয়া যাবে। এছাড়াও ওই বাঁধ বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাহায্য করবে বলেও আশা করা যায়। বিশেষজ্ঞ মহলের দাবি, এই বাঁধ থেকে প্রতিবছর প্রায় 1.9 বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ধারণা করা যায়, এই বিদ্যুৎ দিয়ে এক বছরের জন্য প্রায় 1,80,000 বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥