Indiahood-nabobarsho

বন্দে ভারতের থেকে আড়াই গুণ ফাস্ট, বিশ্বের সবথেকে দ্রুতগামী ট্রেন চালাল চিন, জানুন বিশেষত্ব

Published on:

cr450

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৫ আসতে আর মাত্র ২ দিন বাকি। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য একপ্রকার তৈরী সকলে। তবে এসবের মাঝেই এবার বিরাট রকমের চমক দিল চিন (China)। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে এবার চিনের তরফে এমন এক পদক্ষেপ নেওয়া হয়েছে যার দরুণ অবাক হয়ে গিয়েছেন সকলে। আসলে জাপান ও ভারতকে অবাক করে দিয়ে চিন একদম পরবর্তী প্রজন্মের হাইস্পিডের CR450 হাই-স্পিড ট্রেনের একটি প্রোটোটাইপ পরীক্ষা করেছে। আর এই প্রোটোটাইপ পরীক্ষা করার সময় ট্রেনের গতি সম্পর্কে শুনলে আপনারও চোখ কপালে উঠবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চিনের CR450 ট্রেন

জানা গিয়েছে, এই ট্রেনের পরীক্ষা চলাকালীন গতি ছিল প্রতি ঘন্টা ৪৫০ কিলোমিটার। আর এর মাধ্যমে নিজেরই পুরনো রেকর্ড ভেঙে ফেলেছে চিন। সবথেকে বড় কথা, নতুন এই ট্রেনটি চিনের CR 400 ফাক্সিংয়ের চেয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার দ্রুত গতিতে ছুটবে। নতুন এই ট্রেনে বিশ্বের সেরা যাত্রী সুবিধা দেওয়ার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে খবর।

পরবর্তী প্রজন্মের হাইস্পিড ট্রেন CR450 তৈরি করে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন তৈরির খেতাবও কুড়িয়েছে চিন। ২০২১ সালে এই প্রকল্প শুরু করে চিন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল সুরক্ষা, শক্তি দক্ষতা এবং যাত্রী সুবিধার উপর দৃষ্টি নিবদ্ধ করে উচ্চ গতির ট্রেন তৈরি করা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কমবে যাত্রার সময়

চায়না স্টেট রেলওয়ে গ্রুপের মতে, CR450 ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। উদাহরণস্বরূপ বেইজিং-সাংহাই ট্রেন যাত্রার জন্য বর্তমানে ৪.৫ ঘন্টা সময় নেয়। এখন তা কমিয়ে মাত্র তিন ঘণ্টা করা হবে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, সিআর৪৫০ প্রোটোটাইপটি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার গতিতে পরীক্ষা চালিয়েছে। এটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলা সিআর৪০০ ফুক্সিং হাই-স্পিড রেলের (এইচএসআর) চেয়ে অনেক দ্রুত। CR450 ট্রেন হাইস্পিড রেল প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতা হিসাবে চিনের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group