সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ভারত সহ এবার একাধিক দেশের আমদানি পণ্যের উপর উচ্চ হারে শুল্ক (Tariffs) আরোপ করতে চলেছেন তিনি। আর এর ফলে গোটা বিশ্বের অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।
যেমনটা জানা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের এই নতুন শুল্ক নীতির ফলে ভারতকে 26%, চীনকে 34% আর বাংলাদেশকে 37% শুল্কের ধাক্কা সহ্য করতে হবে। আর সবথেকে বড় ধাক্কা পেয়েছে কম্বোডিয়া এবং ভিয়েতনাম। জানা যাচ্ছে কম্বোডিয়ার ওপর 49% এবং ভিয়েতনামের উপর 46% শুল্ক ধার্য করা হয়েছে।
কেন নতুন শুল্ক নীতি?
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, এতদিন ধরে অন্যান্য দেশ আমেরিকার অর্থনীতিতে একতরফা লুট করছে। তাই এবার প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে তিনি আরো লাভবান হতে চাইছেন। ট্রাম্পের মতে, এই নতুন শুল্ক নীতির ফলে আমেরিকার কারখানার সংখ্যা বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং স্থানীয় উৎপাদনও আরো বৃদ্ধি পাবে। তবে অর্থনীতিবিদরা মনে করছে, এর ফলে বিশ্বজুড়ে বাণিজ্যে ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হবে।
কোন কোন দেশের উপর কত শুল্ক আরোপ হল?
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে শুল্ক ধার্য করা হয়েছে। যেমন-
- কম্বোডিয়ার উপর 49%
- ভিয়েতনামের উপর 46%
- বাংলাদেশের উপর 37%
- চীনের উপর 34%
- তাইওয়ান ও ইন্দোনেশিয়ার উপর 32%
- দক্ষিণ আফ্রিকার উপর 30%
- পাকিস্তানের উপর 29%
- ভারতের উপর 26%
- জাপানের উপর 24%
- ইউরোপীয় ইউনিয়নের উপর 20%
- যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও ব্রাজিলের উপর 10%
গাড়ি আমদানিতেও এবার কড়াকড়ি
শুধু সাধারণ পণ্য নয়, বরং আবার গাড়ি আমদানির উপরে নতুন শুল্ক আরোপ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সমস্ত আমদানি করা গাড়ির উপর এবার 25% শুল্ক আরোপ করা হবে বলেই জানা যাচ্ছে, যা 3রা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। পাশাপাশি অটো পার্টসের উপরেও শুল্ক আরোপ করা হচ্ছে, যা 3রা মে থেকে কার্যকর করা হবে।
ট্রাম্পের বক্তব্য, “আমেরিকার জনগণ গত 50 বছর ধরে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু এবার থেকে আর তা হবে না।”
ভারত-বাংলাদেশ কতটা প্রভাবিত হবে?
ভারতের ক্ষেত্রে বিভিন্ন পণ্য বিশেষ করে ইঞ্জিনিয়ারিং গুডস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল ও স্টিলের উপর শুল্ক আরোপের ফলে রপ্তানিতে বাধা দেখা দিতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে প্রধান রপ্তানি পণ্য পোশাক ব্যয়বহুল হয়ে উঠতে পারে, যা বাংলাদেশের অর্থনীতিকে মারাত্মক ধাক্কা দেবে। পাকিস্তানের টেক্সটাইল শিল্পেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আরও পড়ুনঃ বিরাট ধাক্কা! গরিব হচ্ছেন আম্বানি, হারালেন বিপুল সম্পদ, এখন কত নম্বরে?
ভবিষ্যৎ সম্ভাবনা
বিশ্ব বাণিজ্যে ডোনাল্ড ট্রাম্প যে নতুন অস্থিরতা সৃষ্টি করেছে, তাতে এখন দেখার বিষয় চীন, ভারত সহ অন্যান্য দেশ কীভাবে তাদের প্রতিক্রিয়া জানায়। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধে এই নতুন শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটা সময়েই বলা যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |