ভারতের সাথে টেক্কা দিতে চাওয়া আজারবাইজানের সামরিক শক্তি কতটা? দেখুন পরিসংখ্যান

Published on:

India vs Azerbaijan Military Power

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের হয়ে ভারতের বিরোধিতা করেছিল তুরস্ক, যার জেরে ভারতীয়দের রোষানলে পড়ে একপ্রকার ছারখার অবস্থা তুর্কির। স্বদেশী পর্যটকরা তুর্কি বয়কট করার পর থেকেই ও দেশের পর্যটন শিল্প একপ্রকার মুখ থুবড়ে পড়েছে! তবে শুধু তুরস্ক নয়, ভারতীয়দের বয়কটের তালিকায় নাম রয়েছে পাকিস্তানের আরেক দীর্ঘদিনের বন্ধু, আজারবাইজানেরও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সম্প্রতি, এই দুই দেশকেই চিরতরে বয়কট করার ডাক দিয়েছেন দেশবাসী। বহু আগেই, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে এই দুই পাক বন্ধুর যাবতীয় পণ্য বয়কটের আশ্বাস মিলেছে। প্রসঙ্গ উঠেছে দুই দেশের সামরিক ক্ষমতারও (India vs Azerbaijan Military Power)। আর সেই সূত্রেই প্রশ্ন উঠে যায়, ভারতীয় সামরিক শক্তির কাছে কতটা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে এই মুসলিম দেশ? দেখে নিন দুই দেশের সামরিক অস্ত্রশস্ত্রের হিসেব।

সামরিক ক্ষমতার তুলনা

ম্যানপাওয়ার

ভারতের সাথে আজারবাইজানের মতো দেশের তুলনাই চলেনা, তবে প্রসঙ্গ যেহেতু উঠেছে সেক্ষেত্রে বলি, প্রথমত জনবলের হিসেবে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আজারবাইজান। বর্তমানে ভারতের জনসংখ্যা অন্তত 140 কোটি, অন্যদিকে আজারবাইজানের জনসংখ্যা মাত্র 1 লাখ 26 হাজার 400 জন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সামরিক বাজেট

চিন, পাকিস্তানের মতো শত্রু দেশগুলির কারণে ভারত ক্রমশ নিজেদের সামরিক বাজেট বাড়াচ্ছে। বিগত বছরগুলির তুলনায় চলতি আর্থিক বছরে ভারতের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে 78.8 বিলিয়ন ডলারে। যেখানে পাক শুভাকাঙ্ক্ষীর বর্তমান সামরিক বাজেট 5 বিলিয়নও নয়।

আধা সামরিক বাহিনী

আধা সামরিক বাহিনীর নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থান রয়েছে ভারত। ভারতের আধা সামরিক বাহিনীতে বর্তমান সদস্য সংখ্যা 25 লাখ 27 হাজারেরও বেশি, যেখানে আজারবাইজানের কাছে রয়েছে মাত্র 15 হাজার আধা সামরিক বাহিনী সদস্য।

ট্যাঙ্ক

ভারতের কাছে বর্তমানে 4,215টি ট্যাঙ্ক রয়েছে, যেখানে আজারবাইজানের কাছে আছে মাত্র 647টি ট্যাঙ্ক। ফলত, ট্যাঙ্কের তুলনাতেও ভারতের ধারে কাছে নেই পাক বন্ধু।

সাঁজোয়া গাড়ি

ভারতের কাছে বর্তমানে 1 লাখ 48 হাজার 594টি সাঁজোয়া যান রয়েছে, অন্যদিকে পাকিস্তানের বন্ধু আজারবাইজানের কাছে রয়েছে মাত্র 647টি।

কামান

ভারতের কাছে বর্তমানে মোট কামান রয়েছে 4,349টি, একইভাবে পাকিস্তানের বন্ধু আজারবাইজানের কাছে এই মুহূর্তে কামানের সংখ্যা 1,167টি। যার মধ্যে বেশিরভাগই অন্য দেশ থেকে কেনা।

রকেট আর্টিলারি

ভারতের কাছে বর্তমানে 700-র বেশি রকেট আর্টিলারি রয়েছে, যেখানে আজারবাইজানের কাছে মাত্র 364টি রকেট আর্টিলারি আছে বলেই খবর।

আকাশ প্রতিরক্ষায়

ভারতের কাছে বর্তমানে মোট 2,229টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ ইমানের সংখ্যা কমপক্ষে 513। অন্যদিকে পাকিস্তানের বন্ধু আজারবাইজানের কাছে বর্তমানে মোট বিমানের সংখ্যা মাত্র 182।

হেলিকপ্টার

দিল্লির কাছে বর্তমানে 899টি উন্নত প্রযুক্তির শক্তিশালী হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে 80টি অ্যাটাক হেলিকপ্টার। অন্যদিকে বাকুর হাতে বর্তমানে মাত্র 99টি হেলিকপ্টার রয়েছে। যা ভারতের তুলনায় সত্যিই নগণ্য।

UCAV ড্রোন

ভারতের কাছে বর্তমানে অন্যান্য উন্নত প্রযুক্তির ড্রোনের পাশাপাশি 12টি UCAV ড্রোন রয়েছে, যেখানে বাকুর কাছে কিছুই নেই। তবে যদি সমস্ত ড্রোনের হিসেব ধরা হয় সেক্ষেত্রে দিল্লির কাছে, 29,500টি ড্রোন রয়েছে।

নৌশক্তি

বর্তমানে ভারতের কাছে 293টি নৌবহর রয়েছে, যেখানে আজারবাইজানের কাছে রয়েছে মাত্র 26টি। এছাড়াও ভারতের কাছে বর্তমানে 135টি টহল জাহাজ রয়েছে। এর পাশাপাশি যদি সাবমেরিনের হিসেবে আসা যায় সে ক্ষেত্রে, ভারতের কাছে বর্তমানে 18টি শক্তিশালী সাবমেরিন রয়েছে, যেখানে বাকুর কাছে আছে মাত্র 8টি।

অবশ্যই পড়ুন: বাংলায় বন্ধ হচ্ছে একাধিক পোস্ট অফিস! তালিকায় আপনার এলাকার ব্রাঞ্চ? দেখুন লিস্ট

পারমাণবিক অস্ত্র

ভারতবর্ষ কখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের পক্ষে নয়। তবে হিসেবে অনুযায়ী, দিল্লির কাছে বর্তমানে 180টি পরমাণু অস্ত্র রয়েছে, অন্যদিকে বকুর কাছে কোনও পারমানবিক অস্ত্র নেই। তবে হ্যাঁ, সন্ত্রাসের দেশ পাকিস্তানের গর্বের কারণ, তাদের কাছে বর্তমানে 170টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group