বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইসলামী ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদ রুখতে বড় পদক্ষেপ ইতালি সরকারের। জানা যাচ্ছে, দেশটিতে প্রকাশ্যে বোরখা কিংবা হিজাব পরা বন্ধ করতে এবার নতুন আইন আনতে চলেছে জর্জিয়া মেলোনির সরকার। সেই মতোই ইতিমধ্যেই সংসদে এই সংক্রান্ত একটি বিল পেশ করেছে ইতালির শাসক দল ব্রাদার্স অফ ইতালি। জানা যাচ্ছে, বিল (Italy Bill To Ban Burqa) পাসের পর আইন অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে আমজনতাকে।
প্রকাশ্যে হিজাব বা বোরখা পরলেই 2.6 লক্ষ টাকা জরিমানা!
সংবাদ সংস্থা রয়টারসের রিপোর্ট বলছে, গত 8 অক্টোবর ইতালির সংসদে একটি বিল পেশ করে দেশটির শাসক দল ব্রাদার্স অফ ইতালি। ওই বিলে বলা হয়েছে, ইতালির স্কুল, কলেজ, অফিস, দোকানপাট সহ অন্যান্য সার্বজনীন জায়গা অর্থাৎ প্রকাশ্যে পুরো শরীর ঢাকা পড়ে যায় এমন পোশাক অর্থাৎ বোরখা অথবা হিজাব পরা যাবে না।
জানা যায়, ইতালির সংসদে এই বিলটি রাখেন মেলোনির তিনজন সাংসদ। রিপোর্ট অনুযায়ী, মূলত ইতালিতে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মের নামে ঘৃণা ছড়ানোর মতো ঘটনা গুলিকে বন্ধ করার উদ্দেশ্যেই এই বিল পাস করিয়ে নতুন আইন আনতে চাইছে ইতালির মেলোনি সরকার। তাদের দাবি, ‘নতুন বিল পাস হয়ে গেলেই সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদকে গোড়া থেকে নির্মূল করে সমাজে সম্প্রীতি বাড়ানো যাবে।’
শোনা যাচ্ছে, ইতালির শাসকদলের প্রস্তাবিত বিলটি সংসদে পাস হয়ে গেলে নতুন আইন আনবে মেলোনির সরকার। পরবর্তীতে যদি কেউ সেই আইন অমান্য করে বিলে উল্লিখিত জায়গা অর্থাৎ স্কুল, কলেজ এবং অফিসের মতো ক্ষেত্রগুলিতে পুরো শরীর ঢাকা পড়ে যায় এমন পোশাক পরেন, তবে তৎক্ষণাৎ তাঁকে 300 থেকে 3,000 ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় 26,000 থেকে 2.6 লক্ষ টাকা জরিমানা করা হতে পারে।
অবশ্যই পড়ুন: নোবেল শান্তি পুরস্কার উঠল ভেনিজুয়েলার বীরাঙ্গনার হাতে! কে এই মারিয়া কোরিনা মাচাদো?
উল্লেখ্য, ইতালিতে এক বিশেষ আইন অনুযায়ী প্রকাশ্যে মুখ ঢাকা পোষাক পরে চলাফেরা করাটা নিষিদ্ধ। যদিও সেখানে আলাদাভাবে বোরখা বা হিজাবের কথা উল্লেখ নেই। তবে মেলোনির দল বিগত দিনগুলিতে বারবার বোরখা এবং হিজাব জাতীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা জারির দাবিতে সরব হয়েছিল। বর্তমানে সেই দাবিকেই মান্যতা দিতে একেবারে উঠে পড়ে লেগেছে ইতালির সরকার।
মেলোনির এক মন্ত্রী জানিয়েছেন, ‘ফ্রান্সের থেকে অনুপ্রাণিত হয়েই আমরা এই বিলটি নিয়ে এসেছি। 2011 সালে সেখানে বোরখার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবার আমরা ইতালিতে মুখ ঢাকা পোশাক বন্ধ করতে বদ্ধপরিকর।’ বলে রাখি, মেলোনির জোট সরকার যেহেতু ইতালির সংখ্যাগরিষ্ঠ দল। তাই তারা এই বিল সহজেই পাস করিয়ে নেবে বলেই মনে করা হচ্ছে।