‘৭৫ বছর নষ্ট করেছি!’, SCO সামিটের পরই ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা শরীফের

Published on:

s

প্রীতি পোদ্দার: চলতি বছর, গত ১৫ ও ১৬ অক্টোবর পাকিস্তানের পৌরহিত্যে আয়োজিত হয়েছিল ‘এসসিও সামিট’। আর এই সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সমস্ত সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সূত্রে আমন্ত্রণপত্র আসে নরেন্দ্র মোদীর কাছেও। জানা যায় গত আগস্ট মাসে আমন্ত্রণপত্র আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিকানা। কিন্তু আগাগোড়াই ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভয়ংকর থাকায় প্রশ্ন উঠেছিল এই সম্মেলনে নরেন্দ্র মোদী যোগ দিতে পাকিস্তান যাবেন কিনা। কিন্তু সেই জল্পনায় রাশ টেনে অবশেষে বিবৃতি দিয়ে ভারতের বিদেশমন্ত্রক এস জয়শংকর জানায় এসসিও সামিটে তিনি যোগ দেবেন। তবে কোন দ্বিপাক্ষিক বৈঠক হবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এসসিও সম্মেলনে যোগদান এস জয়শংকর!

আর তাই পরিকল্পনা মাফিক নির্ধারিত দিনে ইসলামাবাদে পৌঁছন জয়শংকর। সেখানে শাহবাজ শরিফের নৈশভোজেও যোগ দেন তিনি। নৈশভোজের আগে শাহবাজের সঙ্গে করমর্দন করতে দেখা যায় তাঁকে। তবে সূত্রের খবর, শরিফ এবং জয়শংকরের সৌজন্য-সাক্ষাৎ হলেও কোনও দ্বিপাক্ষিক বৈঠক তাঁরা করেননি। কারণ ভারত বা পাকিস্তান কারও তরফেই দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহ দেখানো হয়নি। তবে এই সম্মেলনে এক উল্লেখযোগ্য ঘটনা দেখে তাজ্জব গোটা দেশবাসী।

কী বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী?

সেই সম্মেলনে দেখা যায় এসসিও সম্মেলন শেষ হওয়ার পরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাদা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের প্রতি কয়েকটি ইতিবাচক বার্তা দেন। তিনি বলেন, “ভারত প্রতিবেশী দেশ, শত চেষ্টা করেও এই মানচিত্র বদল করা যাবে না। আজ এই এসসিও সম্মেলনে জয়শংকর এসেছেন বলে বেশ খুশি সকলেই কিন্তু সবচেয়ে বেশি খুশি হওয়া যেত যদি মোদি আসতেন। দুই দেশের সম্পর্ক ঠিক করতে আমরা বারবার চেষ্টা করেছি। গত ৭৫ বছর আমরা নষ্ট করে ফেলেছি। তাই আরও ৭৫ বছর নষ্ট করা উচিত নয়।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ গ্রেফতারি পরোয়ানা জারি বাংলাদেশে, শেখ হাসিনাকে ছাড়বে ভারত? উঠে আসছে বড় তথ্য

নওয়াজ এদিন আরও বলেন যে ইমরান খান থাকাকালীনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও অনেক বেশি অবনতি হয়েছে। তাই তিনি এবার ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির আহ্বান জানিয়েছেন। তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ইসলামাবাদ সফরকে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের জন্য একটি “ভালো সূচনা” এবং উভয় দেশের জন্য তাদের অতীতের সমস্যাগুলি অতিক্রম করার সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group