১৯১৩ তে পাওয়া যেত ১ লক্ষ ২০ হাজার, ২০২৫ এ নোবেল জিতে কত টাকা পাওয়া যায়?

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক কালে বিশ্বজুড়ে অনেকেই নোবেল পুরস্কার জিতেছেন। গত 6 অক্টোবর থেকেই বিভিন্ন বিভাগে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করছে নোবেল কমিটি। আজ অর্থাৎ শুক্রবারও নোবেল শান্তি পুরস্কার জিতে নিয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। তবে নোবেল জিতে গোটা বিশ্বে খ্যাতি অর্জনের পাশাপাশি কত অর্থ (Nobel Prize Money) পেলেন ভেনেজুয়েলার এই নোবেল প্রাপক? কৌতুহল রয়েছে অনেকেরই। ভারতবাসীদের একটা বড় অংশের জিজ্ঞাস্য, বর্তমানে নোবেল জিতলে ভারতীয় মুদ্রায় কত টাকা পাওয়া যায়?

বর্তমানে নোবেল জিতলে কত টাকা পাওয়া যায়?

নোবেল প্রাইজের ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছর নোবেল প্রাপকদের পুরস্কার মূল্য হিসেবে 1 কোটি 10 লক্ষ সুইডিশ ক্রোনর দেওয়া হয়। ভারতীয় মুদ্রায় হিসেবটা 10 কোটি টাকা। বলাই বাহুল্য, চলতি বছরের মতোই 2024 এবং 2023 সালের নোবেল বিজয়ীদের প্রত্যেককে পুরস্কার মূল্য বাবদ 1 কোটি 10 লক্ষ সুইডিশ ক্রোনর দেওয়া হয়েছিল। তবে 2022 সালের নোবেলজয়ীরা পুরস্কার মূল্য বাবদ 10 লক্ষ কম 1 কোটি সুইডিশ ক্রোনর পেয়েছিলেন। ভারতীয় মুদ্রায় যা, প্রায় 9 কোটি টাকা।

নোবেল জিতে কত পেয়েছিলেন রবীন্দ্রনাথ?

1913 সালে ইউরোপের বাইরে প্রথম ব্যক্তি হিসেবে সাহিত্যে নোবেল পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যেটা প্রায় সকলেরই জানা। তবে অনেকেই হয়তো এটা জানেন না যে, সে বছর রবি ঠাকুর নোবেল জয়ী হিসেবে পুরস্কার মূল্য বাবদ কত টাকা পেয়েছিলেন। সেই সূত্রে বলি, 1913 সালের হিসেবে, নোবেল জেতার পাশাপাশি পুরস্কার মূল্য হিসেবে 8 হাজার পাউন্ড পেয়েছিলেন বিশ্বকবি। ভারতীয় মুদ্রায় যা 1 লক্ষ 20 হাজার টাকা।

নোবেল পুরস্কার কেন দেওয়া হয়?

1901 সালে প্রথমবারের মতো সুইডেনের রাসায়নবিদ তথা ডিনামাইটের আবিষ্কর্তা অ্যালফ্রেড নোবেলের ইচ্ছায় চালু হয়েছিল নোবেল পুরস্কার বিতরণ। বলে রাখা প্রয়োজন, গোটা বিশ্বে যারা মানুষের স্বার্থে কাজ করেন, তাঁদেরকেই স্বীকৃতি দিতে এই নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রধানত 6টি বিভাগ অর্থাৎ শান্তি, সাহিত্য, রসায়ন, পদার্থবিদ্যা, শরীর বিদ্যা বা মেডিসিন এবং অর্থনীতিতে নোবেল দেওয়া হয়ে থাকে।

অবশ্যই পড়ুন: ফিক্সড ডিপোজিট হোক আর সেভিংস অ্যাকাউন্ট, ৭.৭৫% এর বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

উল্লেখ্য, একেবারে শুরু থেকেই কয়েক বছর অন্তর নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে চলেছে নোবেল কমিটি। মূলত সে কারণেই রবীন্দ্রনাথের আমলে যে পুরস্কার মূল্যটা ভারতীয় মুদ্রায় 1 লক্ষ 20 হাজার টাকা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে তা 10 কোটি টাকায় ঠেকেছে। আগামীতেও যে এই পরিমাণটা বেড়ে বড় অঙ্কে দাঁড়াবে, সেটা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join