ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের, রেগে অগ্নিশর্মা ডোনাল্ড

Published on:

US Court On Trump Tariff Court says his Tarrif is illegal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের দেশেই বড় ধাক্কা খেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে, আমেরিকার আপিল আদালতে বেশিরভাগ ট্রাম্প-শুল্ককে বেআইনি ঘোষণা (US Court On Trump Tariff) করা হয়েছে। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, আদালত আগামী 14 অক্টোবর পর্যন্ত মার্কিন শুল্ক বহাল রাখার অনুমতিও দিয়েছে। এদিকে আপিল আদালতের এমন সিদ্ধান্তকে, একেবারে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আদালতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

আমেরিকার শুল্ক সংক্রান্ত গাজয়োরির সমালোচনা করছে বিশ্বের বহু দেশ। সামনে সমর্থন করলেও আড়ালে আমেরিকার অনেকেই ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে। আর ঠিক সেই আবহে, শুক্রবার আমেরিকার একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়ে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করছেন তার কোনও আইনি ভিত্তি নেই।

আমেরিকান প্রেসিডেন্টের এই শুল্ক আরোপের সিদ্ধান্তকে কার্যত অবৈধ বলে উল্লেখ করেছে আমেরিকার আদালত। শুধু তাই নয়, এই শুল্ক নীতিকে ভুল বলেও দাবি করা হয়েছে। যদিও আদালত কিন্তু তাৎক্ষণিকভাবে শুল্ক সংক্রান্ত বিষয়টি বাতিল করেনি। বরং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার জায়গা দিয়েছে।

অবশ্যই পড়ুন: উজ্জীবিত ফুটবলেই জয়, কালীঘাটকে উড়িয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল

এদিকে আদালতের রায় জানতে পেরেই সমালোচনায় সরব হয়েছেন ট্রাম্প। আপিল আদালতের শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তকে একেবারে উড়িয়ে দিয়ে নিজের ট্রুথ সোশালে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, আপিল আদালত আমাদের ট্যারিফ ঘোষণাকে ভুল বলে আখ্যা দিয়েছে। এই শুল্ক প্রত্যাহার করা উচিত বলে জানিয়েছে আদালত। কিন্তু তারা জানে না যে শেষ পর্যন্ত এতে আমেরিকাই জিতবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তাঁর দাবি, আদালতের এই সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট। সেই সাথে ট্রাম্প বলেন, এই শুল্ক বাতিল করা হলে বিপর্যয় নেমে আসবে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, তাঁর শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তকে আটকানো হলে আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। এমন সতর্কতা দিয়েই আমেরিকার শাসক জানিয়ে দিয়েছেন, দেশের উন্নতিতে এই ট্যারিফের গুরুত্ব রয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের সাহায্য নেওয়া হবে।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥