খরচ কমাতে স্বেচ্ছাবসরের পথে BSNL, ১৯০০০ কর্মীকে নিয়ে নেওয়া হবে বড় সিদ্ধান্ত

Published on:

bsnl

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ক্রমেই টেলিকম দুনিয়ায় রাজত্ব বিস্তার করে চলেছে বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vi। কিন্তু এবার টেলি যোগাযোগ ব্যবস্থায় বেসরকারি সংস্থাকে পাল্লা দিতে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL। গোটা দেশে 4G পরিষেবা শুরু করতে চলেছে সংস্থাটি। এমনকি এও শোনা যাচ্ছে ধীরে ধীরে 5G এর পথেও হাঁটছে এই সংস্থা। কিন্তু এই আবহে ফের সংস্থার খরচ বাঁচাতে কর্মী সঙ্কোচনের খবর উঠে এল। যা শুনে মাথায় বাজ পড়ল সংস্থার কর্মীদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের কর্মী সঙ্কোচনের পথে হাঁটছে BSNL

সংস্থার এক বিশেষ সূত্র মাধ্যম জানা গিয়েছে ইতিমধ্যে সংস্থার বিপুর খরচের ভার কমানোর জন্য কর্মী সঙ্কোচনের পথে হাঁটছে BSNL। এখনও পর্যন্ত জানা গিয়েছে ১৮ থেকে ১৯ হাজার কর্মীকে স্বেচ্ছাবসর প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। আর সেই কারণে তাই BSNL এর তরফে দেড় হাজার কোটি টাকা ব্যয়ের অনুরোধ করা হয়েছে অর্থ মন্ত্রককে। খরচের একটি পরিসংখ্যান সূত্রে জানা গিয়েছে কর্মীদের পিছনে সংস্থার খরচ হয় ৭ হাজার ৫০০ কোটি টাকা। তাই এবার সংস্থার হাল বজায় রাখতে বার্ষিক ৫ হাজার কোটি টাকা খরচ কমাতে চায় সংস্থা।

BSNL-এর দ্বিতীয় VRS প্রকল্প নিয়ে জোর চর্চা

ইতিমধ্যেই গত সোমবার BSNL বোর্ডের তরফে নতুন ভিআরএস প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে এই বিষয়ে সংস্থার অভ্যন্তরে আলোচনা চলছে। যোগাযোগ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, অর্থ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পর মন্ত্রিসভার কাছে এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন চাওয়া হবে। এটি BSNL-এর দ্বিতীয় VRS প্রকল্প।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত, প্রথম প্রকল্পটি ২০১৯ সালে চালু হয়েছিল, যখন ভারত সরকার ৬৯ হাজার কোটি টাকার পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছিল। সেই সময়, VRS প্রকল্পের আওতায় অনেক কর্মী সংস্থাটি ছেড়েছিলেন। বর্তমান প্রকল্পটি ৪জি পরিষেবা চালুর আগে BSNL-এর আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য নেওয়া হয়েছে এই বড় পদক্ষেপ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group