ফিক্সড ডিপোজিটের থেকে তিনগুণ বেশি সুদ, ব্যাঙ্কের এই স্কিম জানেন না ৯৯% গ্রাহক

Published on:

Banks offer 3 times additional interest Rate on sweep-in FD

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে আধুনিকতার সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষের জীবনে একাধিক বদল এসেছে। যার মধ্যে অন্যতম একটি হল নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই মুহূর্তে ভারতের প্রায় অধিকাংশ নাগরিকেরই কোনও না কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। তা সে সরকারি হোক কিংবা বেসরকারি, সেভিংস অ্যাকাউন্টে খাতা খোলেননি এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমান সময়ে সত্যিই দুষ্কর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে সেভিংস অ্যাকাউন্টে টাকা নিরাপদে থাকলেও সুদ (Interest Rate) যে খুব একটা বেশি পাওয়া যায় না সে কথা এখন সর্বজনবিদিত। কিন্তু ব্যাঙ্কে প্রায়শই যাতায়াত থাকলেও অনেকেই জানেন না, ব্যাঙ্ক কর্মীদের কাছে গিয়ে মাত্র একটি কথা বললেই অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের ওপর দুই থেকে তিন গুণ বেশি সুদ পাওয়া যায়। কীভাবে? কোন কথা? আজ জানব সে বিষয়েই।

ব্যাঙ্কে গিয়ে বলুন এই একটি কথা

‘আমার অ্যাকাউন্টে সুইপ-ইন FD অ্যাক্টিভ করে দিন’। অধিকাংশই জানেন না এই একটি কথাতেই সঞ্চিত অর্থের ওপর 2-3 শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। সাধারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 6 থেকে 7 শতাংশ সুদ মিললেও সঞ্চিত অর্থ নির্দিষ্ট মেয়াদের পরই তোলা যায়। সেক্ষেত্রে আপনি আচমকা প্রয়োজনে সঞ্চিত অর্থ তুলতে পারবেন না। তবে রিপোর্ট বলছে, এই সুইপ-ইন FD বিকল্পটি একবার বেছে নিলে নির্দিষ্ট অর্থের ওপর অতিরিক্ত সুদ পাওয়া যায়। কী এই সুইপ-ইন FD? জেনে নিন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী এই সুইপ-ইন FD?

সুইপ ইন FD আসলে একটি অটো সুইপ পরিষেবা। গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে যা কিছু অতিরিক্ত টাকা থাকে তা মূলত ফিক্সড ডিপোজিটে স্থানান্তরিত করা হয়। বলা ভাল, সেভিংস অ্যাকাউন্টের সাথে যুক্ত এই ফিক্সড ডিপোজিট পরিষেবা মূলত 1 থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে। সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, অ্যাকাউন্টে অতিরিক্ত অর্থ জমা হয়েছে কীভাবে বুঝব? কখনই বা টাকা স্থানান্তর করতে হবে?

সেজন্য অবশ্যই প্রথমে একটি থ্রেশহোল্ড সীমা নির্ধারণ করা দরকার। বলা বাহুল্য, আসলে ব্যাঙ্ক নিজে থেকেই এই সুইপ থ্রেশহোল্ড লিমিট নির্ধারণ করে দেয়। অর্থাৎ যখন গ্রাহকের অ্যাকাউন্টে কোনও সুদ জমা হয় কিংবা বাইরে যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে FD অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে। এভাবেই, ব্যাঙ্কে অটো সুইপ FD অপশন অন করতে বলে অতিরিক্ত সুদ পেতে পারেন গ্রাহকরা।

ন্যূনতম FD-র পরিমাণ কত?

ব্যাঙ্কে সুইপ ইন FD অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম FD-র রাশি নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে জানিয়ে রাখি, গ্রাহকের লিমিট যদি 25 হাজার টাকা হয় এবং ন্যূনতম FD-র পরিমাণ যদি 5 হাজার টাকা হয়ে থাকে, সে ক্ষেত্রে গ্রাহকের অ্যাকাউন্টে 30 হাজার টাকা থাকলে তবেই সেখান থেকে 5 হাজার টাকা FD অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে।

সুইপ ইন FD-র মেয়াদ

সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য এই সুইপ ইন FD-র মেয়াদ ঠিক করে ব্যাঙ্ক। এক্ষেত্রে নির্ধারিত মেয়েদের আগে গ্রাহকরা জমানো অর্থ তুলতে পারবেন না। ধরা যাক কোনও গ্রাহকের অ্যাকাউন্টে 10 হাজার টাকা FD সুইপ ইন হিসেবে জমা রয়েছে, সেক্ষেত্রে তার ম্যাচিউরিটির সময়কাল যদি 15 দিন হয়, তবে এই নির্দিষ্ট সময়ের আগে ওই অর্থ তুলতে পারবেন না গ্রাহক।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের গর্ব ভেঙে মাত্র ৫ দিনে ২৬.৪৪ লক্ষ কোটি টাকা আয় করল ভারত, অবাক বিশ্ব

সুদের পরিমাণ ও জরিমানা

সুইপ ইন FD-র সুদ মূলত বিভিন্ন ব্যাঙ্কের ওপর নির্ভর করে। সে ক্ষেত্রে বলি, যদি কোনও গ্রাহক শুধুমাত্র 15 দিনের জন্য সুইপ ইন FD করতে চান সে ক্ষেত্রে তিনি একেবারে কম সুদ পাবেন। বলা যায় নির্দিষ্ট সময়ে সেভিংস অ্যাকাউন্ট বাদে অতিরিক্ত 3-4 শতাংশ সুদ পেতে পারেন। তবে যদি কেউ এই FD অ্যাকাউন্টে 2 থেকে 3 মাসের জন্য বিনিয়োগ করেন সেক্ষেত্রে 6 শতাংশ সুদ পেতে পারেন। তবে সমস্যা একটাই, নির্ধারিত সময়ের আগে জমানো অর্থ ভেঙে ফেললে সঞ্চিত অর্থের ওপর 1 শতাংশ জরিমানা করা হয় বলেই খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group