বিনা সুদে ৩ লক্ষ টাকার লোন, ৫০% সাবসিডি! মহিলাদের জন্য সেরা প্রকল্প আনল কেন্দ্র

Published on:

central government udyogini scheme to provide business women upto rs 3 lakh interest free loan

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়, গরিব ও মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে মহিলাদের ক্ষমতায়নের জন্য অন্যতম একটি প্রকল্প হল উদ্যোগিনী প্রকল্প। যার মাধ্যমে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে একেবারে শূন্য সুদে। কি যোগ্যতা লাগে? কিভাবে আবেদন করতে হবে? বিস্তারিত জানার জন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উদ্যোগিনী প্রকল্প । Udyogini Scheme

আর্থিকভাবে অনগ্রসর পরিবারের মহিলাদের স্বনির্ভর করতে ও নারী ক্ষমতায়নের জন্য উদ্যোগিনী প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের নতুন ব্যবসা চালুর জন্য বিনা সুদে লোন প্রদান করা হয়। তাছাড়া ৩০ – ৫০% পর্যন্ত সাবসিডিও প্রদান করা হয় লোনের অঙ্কের উপর।

উদ্যোগিনী প্রকল্পের সুবিধা

১। ভারত সরকারের মহিলা উন্নয়ন কর্পোরেশনের তরফ থেকে এই প্রকল্পের কাজ চালানো হয়। যেখানে কোনো সিকিউরিটি ছাড়াই মহিলাদের ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২। শুধু বিনা সুদে লোনই নয় একইসাথে সাধারণ কাস্টের মহিলাদের জন্য ৩০% ও SC ও ST মহিলাদের জন্য ৫০% পর্যন্ত সাবসিটি দেওয়া হয়ে থাকে।

৩। শুরুতে সেলাই, বিউটি পার্লার, ক্যান্টিন বা ক্যাটারিং এর মত ব্যবসার মত কাজ শুরুর জন্য দেওয়া হত। তবে পরবর্তীকালে ৮৮ ধরণের ব্যবসার জন্য লোন প্রদান করা হয়।

৪। লোন প্রদান ছাড়াও ট্রেনিংও দেওয়া হয় মহিলা ব্যবসায়ীদের EDP এর মাধ্যমে।

আবেদনের জন্য যোগ্যতাঃ

  • আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।
  • আবেদনকারী মহিলার বয়স ১৮ বছর থেকে শুরু করে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
  • যিনি আবেদন করবেন তার পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ বা তার নিচে হতে হবে। তবে বিধবা বা বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলাদের ক্ষেত্রে কোনো আয়ের ঊর্ধ্বসীমা নেই।
  • যে মহিলা লোনের জন্য আবেদন করবেন তার আগে কোনো লোন শোধ না করার রিপোর্ট থাকলে চলবে না।

আবেনদের পদ্ধতিঃ

এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে প্রথমেই কোন ব্যাঙ্কের তরফ থেকে ঋণ দেওয়া হবে সেটা জেনে নিয়ে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।

এরপর মেনু থেকে উদ্যোগিনী অপসন বেছে তাতে ক্লিক করতে হবে। তারপর যে ফর্ম আসবে সেটা সঠিক তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করে দিতে হবে।

ফর্ম সাবমিট করার পর CDPO এর তরফ থেকে আবেদন ভেরিফাই করা হবে। এরপর অফলাইন ফেরিফিকেশন হবে। সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে লোন পাশ হয়ে যাবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড
  • ভোটার আইডি বা রেশন কার্ড
  • বাসস্থানের প্রমাণপত্র
  • আয়ের শংসাপত্র
  • জাতিগত শংসাপত্র
  • ব্যবসার সম্পূর্ণ প্রজেক্ট রিপোর্ট বা DPR ও একইসাথে পূর্বের কাজের বা ব্যবসার কোনো অভিজ্ঞতা থাকলে সেটার প্রমাণপত্র
  • মেশিনপত্র বা বিনিয়োগের খড়কের কোটেশন
  • ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার
  • চালু মোবাইল নাম্বার
  • কালার পাসপোর্ট ফটো

কোন ব্যাঙ্কে পাওয়া যাবে উদ্যোগিনী প্রকল্প

সমস্ত ব্যাঙ্কের তরফ থেকে উদ্যোগিনী প্রকল্পে লোন দেওয়া হয় না। তবে বাজাজ ফিনসার্ভ, সারস্বত ব্যাঙ্ক, পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক আর কর্ণাটক স্টেট ওমেনস ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে এই লোন দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group