সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত কয়েকদিন টানা দরপতনের পর আজ সোনার বাজারের (Gold Price) গ্রাফ আবারও সবুজ চিহ্নে। হ্যাঁ, হালকা হলেও ঊর্ধ্বগতি হয়েছে হলুদ ধাতুর দর। প্রায় ৭০ টাকা বেড়েছে আজ ১০ গ্রাম সোনার দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। তাই বিশেষ করে যারা সোনা কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য বড়সড় আপডেট। আজ বুধবার, ৯ই এপ্রিল। চলুন দেখে নেওয়া যাক ভারতের বাজারে সোনা ও রুপোর বর্তমান বাজার মূল্য।
৫ দিনের পতন কাটিয়ে আজ বেড়েছে সোনার দাম
বিগত পাঁচ দিন টানা পতন হচ্ছিল সোনার দর। তবে আজ সকালে বাজার খুলতেই দেখা গেল কিছুটা উল্টো চিত্র। আজ ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৮৩,০৫০/- টাকা প্রতি ১০ গ্রাম এবং ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯০,৫৯০/- টাকা প্রতি ১০ গ্রাম। এদিকে মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, পাটনা, চেন্নাই প্রায় সব বড় বড় শহরগুলিতেই ৯০,৪০০/- টাকার আশেপাশে ঘুরছে হলুদ ধাতুর বাজার মূল্য।
রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
আজ রুপোর দামেও বড়সড় পতন দেখা গিয়েছে। প্রায় ১০০০/- টাকা পতন হয়েছে সাদা ধাতুর দরে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যেখানে গতকাল দাম ছিল ৯৩,৯০০/- টাকা, সেখানে আজ রুপোর দাম দাঁড়িয়েছে মাত্র ৯৩,০০০/- টাকা প্রতি কেজি। ফলে রুপোর গ্রাহকদের জন্যও পকেটে স্বস্তি।
বিভিন্ন শহরে আজ সোনার দাম | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন ব্যাঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, মুম্বাই, পাটনা ইত্যাদি শহরগুলিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮২,৯০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯০,৪৪০/- টাকায়। এদিকে রাজধানীতে আজ সোনার দাম অনেকটাই চড়া। দিল্লিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৩,০৫০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯০,৫৯০/- টাকায়। যদিও নয়ডা, গাজিয়াবাদ, লখনৌ ইত্যাদি শহরগুলিতেও আজ দিল্লির সমান দর চলছে।
হঠাৎ করে কেন বৃদ্ধি পেলে সোনার দাম?
গত কয়েকদিন সোনার দাম পড়ার অন্যতম কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিপ চাপানো এবং বাণিজ্য যুদ্ধের উত্তেজনা। তবে আজ সকাল হতে না হতেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়ছে। আর তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য কমে ৩১৬৩ মার্কিন ডলার থেকে ৩১০০ মার্কিন ডলার প্রতি আউন্সে পৌঁছেছে। কিন্তু ভারতীয় বাজারে রুপির দাম, আমদানি শুল্ক, স্থানীয় চাহিদা ইত্যাদির জেরে কিছুটা চড়া হয়েছে সোনার দাম।
এখন কি বিনিয়োগ করবেন?
বর্তমানে সোনার বাজার অস্থিরতার মুখে। একদিকে বিশ্ব রাজনীতির টানাপোড়েন এবং অর্থনৈতিক অনিশ্চয়তা, আবার অন্যদিকে স্থানীয় বাজারের পরিবর্তন। সব মিলিয়ে বিনিয়োগকারীদের চিন্তার শেষ নেই। তাই আপনি যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিন। সেটাই বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |