১৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, নতুন করে আবেদন যুবশ্রী প্রকল্পে! জেনে নিন পদ্ধতি

Published on:

yuvasree prakalpa 2024

শ্বেতা মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের কল্যাণে বিগত কয়েক বছরে নানা রকম প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। কন্যাশ্রী, পথশ্রী, সবুজ সাথী, রুপশ্রী সহ আরও অনেক প্রকল্প রয়েছে যেগুলির সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এতকিছুর মধ্যেও যে প্রকল্পটি সবথেকে হিট সরকারের সেটা হল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পটি শুধুমাত্র বাংলার মহিলাদের জন্য। আগে এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলাদের ৫০০ টাকা এবং অনগ্রসর শ্রেণির মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হত মাস প্রতি। তবে এখন এই অনুদানের মাত্রা ১০০০ এবং ১২০০ টাকা করেছে সরকার। বিগত বেশ কিছু বছর ধরেই এই প্রকল্প চালাচ্ছে সরকার। তবে এবার সরকার এমন এক ঘোষণা করল যারপরে সকলেই উপকৃত হবেন। এবার সরকার সকলকে ১৫০০ টাকা করে দেবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

যুবশ্রী প্রকল্পে ১৫০০ টাকা দেবে সরকার

WhatsApp Community Join Now

আজ যে প্রকল্পের কথা হচ্ছে সেটির নাম হল যুবশ্রী (Yuvasree Prakalpa)। যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তাঁরা ১৫০০ টাকা করে পেয়ে যাবেন সরকারের কাছ থেকে। আপনিও যদি এই টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার কাছে কিছু প্রয়োজনীয় নথি থাকতে হবে। তবে সর্বোপরি এটা জানতে হবে যে সরকার কাদের কাদের এই টাকা দেবে। এই প্রকল্পটি মূলত বেকার যুবক, যুবতীদের কথা ভাবনাচিন্তা করে লঞ্চ করা হয়েছিল। ২০১৩ সালে এই যুবশ্রী প্রকল্প লঞ্চ করে পশ্চিমবঙ্গ সরকার। আর তারপর থেকেই এটিও হিট হয়ে উঠেছে।

Yuvasree Prakalpa-এ আবেদনকারীর যোগ্যতা

এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যক কিছু শর্ত মানতে হবে। যেমন…

১)  আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে।

২) বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

৩) ব্যাঙ্কে নাম থাকতে হবে।

৪) পরিচয়পত্র থাকত হবে অবশ্যই।

এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, আপনি প্রতি মাসে সরকারের তরফ থেকে কড়কড়ে ১৫০০ টাকা পেয়ে যাবেন। তবে প্রতি মাসে আপনাকে জানিয়ে যেতে হবে যে টাকাটি আপনি কোন খাতে খরচ করছেন।

কীভাবে আবেদন করবেন

Know How To Apply Yuvasree Prakalpa

১) প্রথমেই https://employmentbankwb.gov.in/yuvasree.php
এই ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর আপনাদেরকে New Enrollment Job Seeker অপশনে গিয়ে ক্লিক করতে হবে।

৩) এরপরে এটি পেজ আসবে সেখানে T&C বক্সে টিক মার্ক দিয়ে Accept & Continue ক্লিক করুন।

৪) এরপর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে সেখানে আপনাদের নিজেদের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, বৈধ ইমেইল আইডি, ও লাস্টে ফটো আপলোড করে Submit করতে হবে।

৫)  সমস্ত কিছু যাচাই করে সাবমিট করলে একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন সেটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে হবে।

পরবর্তী আপডেট আপনার আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন বা ইমেল আইডি  দিয়েছিলেন সেখানে আপডেট পেয়ে যাবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি  গ্রহণ হয়েছে কিনা সেটা  আপনারা জানতে পারবেন।

সঙ্গে থাকুন ➥
X