রাতারাতি উধাও ৯,৬৫,০০,০০,০০০! IndusInd-র ধাক্কায় বেসামাল LIC-ও, কী হবে গ্রাহকদের?

Published on:

LIC Loss

শ্বেতা মিত্র, কলকাতা: উৎসবের মাঝে ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়ল LIC। একটা কোম্পানির জন্য খোয়াতে হল প্রায় হাজার কোটি টাকা। শুনে চমকে গেলে তো? কিন্তু এটাই সত্যি। আসলে সোমবার IndusInd ব্যাংকের শেয়ারের দাম কমেছে। ব্যাংকের শেয়ারের দাম ২৭.১৭% কমে ৬৫৫.৯৫ টাকায় বন্ধ হয়েছে, যা ৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তর। আর এই পতনের ফলে, দেশের বৃহত্তম জীবন বীমা কোম্পানি এলআইসি প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ব্যাপক ক্ষতির মুখে LIC

এলআইসি ভারতের বৃহত্তম দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও। এই ব্যাংকে এলআইসির ৫.২৩% অংশীদারিত্ব রয়েছে। ব্যাংকটি তার ডেরিভেটিভস পোর্টফোলিওতে কিছু অনিয়মের কথাও জানিয়েছে। এই সবেরই ব্যাংকের আয়ের উপর একই সাথে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাংকের শেয়ারের দাম কমে যায়, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে। ৩ হাজার ৩৯৮ কোটি টাকা থেকে পড়ল ২ হাজার ৪৩৪ কোটি টাকায়। মাঝে ধুয়ে মুছে সাফ ৯৬৫ কোটি টাকা। যদিও এই নিয়ে LIC-র বীমা ধারকদের সমস্যার কোনও কারণ নেই। তবে যারা LIC-র মিউচুয়াল ফাণ্ডে যাদের বিনিয়োগ রয়েছে, তাঁদের ক্ষতির মুখে পড়তে হবে।

১ এপ্রিল ২০২৪ থেকে আরবিআই নতুন নিয়ম কার্যকর করেছে। এই নিয়মাবলী অনুসারে ব্যাংকটি তার ডেরিভেটিভস পোর্টফোলিওর একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করেছে। এই পর্যালোচনায় ব্যাংক কিছু অনিয়ম খুঁজে পেয়েছে। ব্যাংকের সম্পদ এবং দায় সম্পর্কিত অ্যাকাউন্টগুলিতে এই অনিয়মগুলি প্রকাশিত হয়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ পর্যালোচনা অনুসারে, এই অনিয়মের প্রভাব মোট সম্পদের প্রায় ২.৩৫% এর সমান। এর আনুমানিক পরিমাণ প্রায় ২০০০-২১০০ কোটি টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মুখ থুবড়ে পড়ল ব্যাংকের শেয়ার

ইন্ডাসইন্ডের শেয়ারের দাম যখন সর্বনিম্ন ৬৫৪ টাকায় পৌঁছেছিল, তখন এলআইসির শেয়ারের মূল্য ছিল ২,৪৩৪ কোটি টাকা। আগের দিনের বাজার সমাপনী মূল্য অনুসারে এই মূল্য ৩,৩৯৮ কোটি টাকা। শুধু এলআইসি নয়, কোটাক মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড, ইউটিআই এমএফ এবং ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়ার মতো আরও অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানিরও এই ব্যাংকে অংশীদারিত্ব রয়েছে। এই ক্ষতির প্রভাব ২০২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের মুনাফার উপর দেখা যাবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের জন্য বিরাট খবর, ব্যাপক সস্তা হচ্ছে SBI-র লোন, কত দিতে হবে EMI?

এর ফলে ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া, ব্যাংকটি FY25-এর চতুর্থ প্রান্তিকেও লোকসানের সম্মুখীন হতে পারে। গত এক বছরে নিফটি ৫০ সূচকে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার সবচেয়ে খারাপ পারফর্মিং স্টকগুলির মধ্যে একটি। এই সময়ের মধ্যে শেয়ারের দাম ৫৫% এরও বেশি কমেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group