পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন? তাহলে আগামী মার্চ মাস থেকে বেশ কিছু নিয়ম বদলে যেতে চলেছে যেগুলি সম্পর্কে জেনে রাখাটা প্রয়োজন। দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI এর তরফ থেকেই এই নিয়ম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বদল হতে চলেছে জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বদলাচ্ছে মিউচুয়াল ফান্ড ও ডিম্যাটের নিয়ম
আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেসমেন্ট করেন তাহলে অবশ্যই নমিনি রাখতেই হয়। এতদিন চার জন নমিনির নাম দেওয়া যেত। ফলে যার নামে অ্যাকাউন্ট তার কিছু হলে নমিনিরা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেন বা নিজেদের অ্যাকাউন্টার সাথে ফোলিও করে নিতে পারতেন। তবে এবার থেকে এই নমিনির সংখ্যাটা বাড়িয়ে ১০ জন করে দেওয়া হচ্ছে। আগামী ১লা মার্চ থেকেই এই নিয়ম কার্যকর হয়ে যাবে।
হটাৎ কেন বদলাচ্ছে নিয়ম?
যেমনটা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই এমন বহু অ্যাকাউন্ট ও বিনিয়োগ রয়েছে যেগুলো অব্যবহৃত ও দাবিদারহীন অবস্থায় রয়ে গিয়েছে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিনিয়োগকারী মারা যাওয়ার পর থেকে তার সমস্ত ইনভেস্টমেন্ট পড়ে রয়েছে এমনটাও হয়েছে। তাই ভবিষ্যতে এই ধরণের অ্যাকাউন্টের সংখ্যা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে SEBI-র তরফ থেকে।
SEBI এর মতে, কোনো বিনিয়োগকারী নিজের পোর্টফোলিওতে যাদের নমিনি হিসাবে যুক্ত করবেন তাদের ওই ব্যক্তি মারা গেলে বিনিয়োগটি দেওয়া হবে। এক্ষেত্রে কাকে কতটা অংশ দেওয়া হবে সেটা নমিনেশনের সময়েই নির্ধারণ করে দেওয়া যাবে। এক্ষেত্রে বিনিয়োগকারী নিজের ইচ্ছামত অংশ নির্ধারণ করে গেলে তার মৃত্যুর পরেও সঠিক অনুপাতে বিনিয়োগ করা রাশি ভাগ হয়ে যাবে। এমনকি যদি কোনো নমিনির মৃত্যু হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও প্রো-রাটা নিয়ম অনুযায়ী বাক নমিনিদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ কম EMI, সুদও সামান্য! PAN কার্ড দেখিয়েই সহজেই মিলছে ৫০০০০ টাকা লোন
কীভাবে নমিনি যোগ করতে পারবেন?
এখন অনেকেই প্রশ্ন করতে পরনে কিভাবে নমিনি যোগ করবেন। হয়তো শুরুতে একজন নমিনি করেছিলেন পরবর্তীকালে নতুন করে কারোর নাম সংযোজন করতে চান। এক্ষেত্রে অফলাইন বা অনলাইন উভয় পদ্ধতিতেই নমিনি যুক্ত করা যেতে পারে। যদি অফলাইনে করে তাহলে নির্দিষ্ট অফিস থেকে ফর্ম এনে সেটা পূরণ করে সই ও বুড়ো আঙুলের ছাপ আর দুজন সাক্ষীর সই সহ প্রসেসিংয়ের জন্য পাঠাতে হবে। আর যদি অনলাইনে করতে চান তাহলে আধার বেসড ডিজিটাল সাইন বা টু ফ্যাক্টর পদ্ধতিতে খুব সহজেই নাম জুড়ে দেওয়া যাবে।
আরও পড়ুনঃ ৫ থেকে ১০ হাজারে শুরু হওয়া ব্যবসা, একবার বিনিয়োগে মাসে ৫০ হাজার হবে আয়
নমিনি কীভাবে Demat বা Mutual Fund-র ভাগ পাবেন?
বিনিয়োগকারীর অবর্তমানে আপনি যদি নমিনি হয়ে থাকেন তাহলে বিনিয়োগকারীর মৃত্যুর প্রমাণপত্র সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। একইসাথে নমিনি বা নমিনিদের KYC কমপ্লিট থাকতে হবে। সমস্ত ডকুমেন্ট সহ ক্লেম ফর্ম জমা করলেই কাজ হয়ে যাবে।