প্রীতি পোদ্দার, কলকাতা: বিপদ কখনও বলে কয়ে আসে না। তাই সেক্ষেত্রে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন হয়ে পরে। তখন একমাত্র উপায় থাকে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া। আর এই ধরণের পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর হতে পারে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন। বর্তমান সময়ে দেখা গিয়েছে এখন পার্সোনাল লোন নেওয়া একেবারে জলভাতের মত সমান। আর এইমুহুর্তে এই লোন আরও অনেক সহজ হয়ে গিয়েছে।
প্যান কার্ড থাকলেই মিলবে পার্সোনাল লোন
জানা গিয়েছে গ্রাহক PAN Card দেখালেই মিলছে কড়কড়ে ৫০ হাজার টাকার লোন। তাই আবার ব্যাঙ্কিং অথবা নন ব্যাঙ্কিং সংস্থা থেকে। এই তথ্য শুনে নিশ্চয়ই ভাবছেন ভুল তথ্য দেওয়া হচ্ছে? আসলে কিন্তু তা নয়। এটাই সত্যি। শুধু মাত্র প্যান কার্ড দেখিয়ে ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণে পাওয়ার রয়েছে সুযোগ। কী ভাবে তার আবেদন করতে হবে, এই প্রতিবেদনে রইল তার হদিস।
আরও পড়ুনঃ সফল ট্রায়াল! শিয়ালদা টু এসপ্ল্যানেড হু হু করে ছুটল মেট্রো, নিমিষেই পৌঁছল গন্তব্যে
ভারতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য বা নথি রয়েছে তার মধ্যে অন্যতম হল প্যান কার্ড। আর এই প্যান কার্ডই হয়ে উঠেছে পার্সোনাল লোন নেওয়ার অন্যতম হাতিয়ার। তাও আবার ৫০ হাজার টাকা পর্যন্ত মিলবে এই পার্সোনাল লোন। এমনকি এই লোন শোধ করার জন্য যে মাসিক কিস্তি হবে সেটিও খুব একটা বেশি হবে না। পাশাপাশি লোন শোধ করার জন্য সুদের হারও থাকবে বেশ কম। ফলে বাড়তি চাপ থাকবে না গ্রাহকের। তাই কীভাবে এই সুবিধা পাওয়ার জন্য নিজের এই প্যান কার্ডটিকে ব্যবহার করবেন তা আমাদের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত ভাবে।
রয়েছে নানা শর্ত
প্যান কার্ড থেকে যদি পার্সোনাল লোন নিতে হয় তাহলে সবার আগে গ্রাহককে প্যান কার্ডের ক্রেডিট স্কোরটি দেখে নিতে হবে। যদি এই ক্রেডিট স্কোর ৬০০ র বেশি হয় তাহলে খুব সহজেই মিলবে পার্সোনাল লোন। এছাড়াও বেশ কয়েকটি শর্ত রয়েছে এই লোনের সুবিধার জন্য। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। এবং বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি ছ’মাসের কাজের অভিজ্ঞতা এবং মাসে ১৫ হাজার টাকার বেশি আয় হলে তবে আবেদনকারী এই লোন পাবে।
আরও পড়ুনঃ সহজেই পান লাইসেন্স, এবার প্রতি পঞ্চায়েতেই মদের দোকান খোলার অনুমতি দেবে রাজ্য সরকার
তবে সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে অবশ্যই লোন নেওয়ার আগে ভালো করে সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে। আর এই ধরণের ব্যক্তিগত বা পার্সোনাল লোনের টাকা নানা কাজে ব্যবহার করতে পারেন গ্রাহকরা। যার মধ্যে রয়েছে চিকিৎসা সংক্রান্ত খরচ, নতুন ব্যবসার খরচ ইত্যাদি। পাশাপাশি এর সুদের হারও যথেষ্ট কম থাকবে। ফলে প্রতি মাসে EMI বাবদ কম টাকা দিতে হবে গ্রাহককে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |