সৌভিক মুখার্জী, কলকাতা: বছরের শেষ ভাগে বিনিয়োগকারীদের জন্য বিরাট সুখবর এনে দিল সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। জানা যাচ্ছে, এবার থেকে এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) এবং সেভিংস অ্যাকাউন্টে আরও বেশি হারে সুদ মিলবে। অর্থাৎ, এখন থেকে যারা এই ব্যাঙ্কে টাকা রাখবেন, তারা মোটা অংকের রিটার্ন পাবেন। জানা গিয়েছে, নতুন এফডি সুদের হার কার্যকর হয়েছে গত ৮ অক্টোবর থেকে আর সেভিংস অ্যাকাউন্টে নতুন হার কার্যকর হয়েছে গত ১ অক্টোবর থেকে।
ফিক্সড ডিপোজিটের নতুন সুদের হার
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক জানিয়েছে, ৩ কোটি টাকার কম ডিপোজিটের ক্ষেত্রে এবার সুদের হার ৪% থেকে ৮.০৫% পর্যন্ত পাওয়া যাবে। সবথেকে বেশি ৮.৫% সুদ মিলবে ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। ফলত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ। মেয়াদ অনুযায়ী মোটামুটি সুদের হার নির্ধারণ করা হয়েছে নিন্মরূপ—
- ৭ থেকে ১৪ দিনের জন্য ৪%
- ১৫ থেকে ৪৫ দিনের জন্য ৪.২৫%
- ৪৬ থেকে ৯০ দিনের জন্য ৪.৫০%
- ৯১ দিন থেকে ৬ মাসের জন্য ৫%
- ৬ মাস ১ দিন থেকে ৯ মাসের কম মেয়াদের জন্য ৬.৭৫%
- ৯ মাস থেকে ১ বছরের কম মেয়াদের জন্য ৬%
- ১ বছরের জন্য ৭.৪০%
- ১ থেকে ৩ বছর মেয়াদের জন্য ৭.২৫%
- ৫ বছর মেয়াদের জন্য সর্বোচ্চ ৮.০৫%
- ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের জন্য ৭.৫%
সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে অতিরিক্ত সুবিধা
তবে বয়স্ক নাগরিকদের জন্য এই ব্যাঙ্ক আরও অতিরিক্ত সুবিধা দিচ্ছে। তারা সাধারণ গ্রাহকদের তুলনায় বয়স্কদের ০.১৫% থেকে ০.২০% বেশি হারে সুদ দিচ্ছে। ফলে তাদের সুদের হার দাঁড়াবে এবার ৪.২০% থেকে ৮.১০%।
- ৭ থেকে ১৪ দিন মেয়াদে পাওয়া যাচ্ছে ৪.২০%
- ৯১ দিন থেকে ৬ মাস মেয়াদে পাওয়া যাচ্ছে ৫.২০%
- ১ বছর মেয়াদে পাওয়া যাচ্ছে ৭.৬০%
- ৫ বছর মেয়াদে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৮.১০%
- ৫ থেকে ১০ বছর মেয়াদের পাওয়া যাচ্ছে ৭.৪৫%
সেভিংস অ্যাকাউন্টে নতুন সুদের হার
তবে শুধুমাত্র ফিক্সড ডিপোজিট নয়, বরং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারও বাড়িয়ে দিয়েছে এই ব্যাঙ্ক। এখন থেকে ব্যালেন্স অনুযায়ী নিম্নলিখিত হারে সুদ পাওয়া যাবে—
- ১ লক্ষ টাকা পর্যন্ত ২.৫০%
- ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৩%
- ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ৬.২৫%
- ১০ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৭.৫০%
- ৫ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত ৭.৭৫%
আরও পড়ুনঃ জুবিনের মৃত্যুর ২০ দিন পরেও কেন এখনও সিঁদুর পরেন গরিমা? জানলেন নিজেই
সুতরাং, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা থাকবে, তারা সর্বোচ্চ ৭.৭৫% পর্যন্ত সুদ পাবে। মূলত সাম্প্রতিক সময়ে যখন অনেক ব্যাঙ্ক সুদের হার অপরিবর্তিত রেখেছে বা কমিয়ে দিয়েছে, সেখানে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এই পদক্ষেপ বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণত অ্যাকাউন্টধারীদের জন্য হতে পারে একেবারে সোনায় সোহাগা সুযোগ।