জানেন কি কবে পড়েছে ২০২৫-র সরস্বতী পুজো? দেখে নিন দিনক্ষণ এবং শুভ তিথি

Published on:

saraswati puja 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাগদেবী অর্থাৎ মা সরস্বতীর। তাই এই দিনটিকে হিন্দু শাস্ত্রে বসন্ত পঞ্চমী হিসেবে পালন করা হয়। এদিন স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে যেন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। ছোট ছেলেমেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় এর মাধ্যমে হাতে খড়ি হয়ে থাকে।

হিন্দু শাস্ত্রে কথিত আছে যে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে নাকি আবার মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। তাই এদিন আমের মুকুল, বই খাতা, দোয়াত কলম, আর বাদ্যযন্ত্র দিয়ে ভক্তিভরে সরস্বতী পূজার মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তাই একনজরে জেনে নেওয়া যাক পরের বছর অর্থাৎ ২০২৫ সালে কবে পড়েছে সরস্বতী পূজো।

কবে পড়ছে সরস্বতী পুজো? | Saraswati Puja Date |

জানা গিয়েছে, আগামী বছর সরস্বতী পুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, ২০২৫ রবিবার৷ পঞ্জিকা অনুযায়ী ২০২৫ সালে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ওই দিন সকাল ৯টা বেজে ১৫ মিনিটে। এবং এই তিথি শেষ হবে পরের দিন ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। তবে উদয়তিথি অনুযায়ী ২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে ২ ফেব্রুয়ারি।

সরস্বতী পুজোর শুভ মুহূর্ত | Auspicious moment of Saraswati Puja |

অন্যদিকে শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, যেহেতু২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে আগামী ২ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী সরস্বতী পুজোর শুভ মুহূর্ত পড়ছে সকাল ৯টা বেজে ১৬ মিনিটে থেকে শুরু করে দুপুর ১২টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত। অন্যদিকে প্রচলিত লোকাচার অনুযায়ী জানা গিয়েছে, সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কখনই নাকি কুল খেতে নেই। যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা। তবে স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনার করার পরে অঞ্জলি দিয়ে ছাত্র-ছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥