Indiahood-nabobarsho

কবে পড়েছে ২০২৫ এর মহা শিবরাত্রি? এক ক্লিকে জানুন চতুর্দশীর দিনক্ষণ

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দু শাস্ত্রে কথিত আছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবাদিদেব মহাদেবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলা হোক বা অন্য রাজ্য, শিবভক্তের সংখ্যা অসংখ্য। প্রতি মাসে সোমবার করে শিবের পুজো পালন করা হলেও ফাল্গুন মাসের শিবরাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি। বলা হয় ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর। তাই এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় শিবরাত্রি। মনে করা হয়, শিবরাত্রির দিন শুভ তিথিতে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই বেশ কিছু শুভ ফল মেলে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কবে পালন করা হতে চলেছে এই বছরের শিবরাত্রি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে পড়েছে শিবরাত্রি? Maha Shivratri 2025

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছর ২৬ ফেব্রুয়ারি, বুধবার, মহাশিবরাত্রির তিথি পড়েছে। ওইদিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৪২ মিনিট থেকে পরের দিন ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩১ মিনিট অবধি থাকবে চতুর্দশ তিথি। শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথ কাল। এই তিথিতে চার প্রহরে পুজো করা হয়। অনেকে কোনও একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন। সুর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত থাকে মোট চার প্রহর। প্রতি প্রহর হয় তিন ঘণ্টা করে।

আরও পড়ুনঃ মোহনবাগানের ম্যাচ দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ, সবুজ মেরুন পতাকায় ঢাকল প্রবীণ সমর্থকের দেহ

মহাশিবরাত্রির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিবভক্তরা। বিশ্বাস করা হয় যে, এই দিনে উপবাস পালন করে এবং আচার-অনুষ্ঠান মেনে ভগবান শিবের পূজা করলে জীবনের সমস্ত কষ্টের অবসান হয় এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন অবশ্যই ভক্তদের সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এদিন। তবে রান্নায় সাধারণ লবণ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সন্ধক লবণ ব্যবহার করতে হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মহামৃত্যু্ঞ্জয় মন্ত্র পাঠ

বলা হয়, মহাশিবরাত্রিতে রাত জেগে গঙ্গাজল দিয়ে যদি কোনো ভক্ত অভিষেক করেন এবং মনোস্কামনা পূর্তির জন্য ১০৮টি বেল পাতা নিবেদন করেন , তাহলে ভগবান শিব ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। যদি কেউ মানসিক অবসাদ ঘিরে ধরে, তাহলে শিবরাত্রিতে মহামৃত্যু্ঞ্জয় মন্ত্র পাঠ করলে তা কেটে যায়। এমন বিশ্বাস রয়েছে প্রচলিত। এই দিনে ১০৮ বার ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করলে মনের ইচ্ছা পূরণের সম্ভাবনা থাকে। বলা হয়, এই দিনে কালো তিল ফুটিয়ে স্নান করলে তা লাভদায়ক হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group