সৌভিক মুখার্জী, কলকাতা: মহিলাদের জন্য দীপাবলিতে বিরাট উপহার আনল রাজ্য সরকার। প্রায় ১.৭৫ কোটি মহিলা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছে, তাদের জন্য এবার সরকার ফ্রিতে গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। Mint-র রিপোর্ট অনুযায়ী, এই নতুন উদ্যোগের নাম উত্তরপ্রদেশ ফ্রী গ্যাস সিলিন্ডার স্কিম। হ্যাঁ, যোগী সরকারের পক্ষ থেকেই এই স্কিম চালু করা হয়েছে। আর এর আওতায় প্রত্যেক সুবিধাভোগী নারী প্রতিবছর দু’বার দীপাবলি ও হোলির সময় একটি করে সিলিন্ডার বিনামূল্যে পাবে। সেই সূত্রে এ বছর অক্টোবর মাসেই এই সিলিন্ডার দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এই স্কিম শুধুমাত্র সেই সমস্ত নারীদের জন্যই, যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সুবিধাভোগী। আর মূল নিয়ম অনুযায়ী, সুবিধাভোগীদের প্রথমে তাদের কাছে থাকা গ্যাস এজেন্সির থেকে সিলিন্ডার কিনতে হবে। পরবর্তী সময়ে সরকার সেই খরচের সমপরিমাণ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠ। অর্থাৎ, সিলিন্ডারের দাম সরকার সম্পূর্ণ বহন করবে।
তবে ই-কেওয়াইসি বাধ্যতামূলক
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, ফ্রিতে সিলিন্ডারের সুবিধা পেতে গেলে উজ্জ্বলা যোজনা প্রকল্পের গ্রাহকদের অবশ্যই ই-কেওয়াইসি করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে উজ্জলা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এরপর ই-কেওয়াইসি অপশনটিতে ক্লিক করুন।
- এরপর নিজের গ্যাস কোম্পানি যেমন ইন্ডিয়ান, এইচপি কিংবা ভারত গ্যাস নির্বাচন করুন।
এছাড়া কোনও গ্যাস এজেন্সিতে গিয়েও ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেন।
স্কিমে কীভাবে যোগদান করবেন?
যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেননি, তাদের আগেভাগে আবেদন করতে হবে। আর এই স্কিমের আওতায় সুবিধাভোগীরা বিনামূল্যে গ্যাসের সংযোগ, স্টোভ, রেগুলেটর, পাইপ, একটি সিলিন্ডার ফ্রিতে এবং প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি পায়। আর ছোট ৫ কেজি সিলিন্ডারের জন্য ভর্তুকি ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়।
আরও পড়ুনঃ জুবিনের মৃত্যুর ২০ দিন পরেও কেন এখনও সিঁদুর পরেন গরিমা? জানলেন নিজেই
কারা উপকৃত হবে?
জানা যাচ্ছে, যোগী সরকারের এই উদ্যোগের ফলে দেশের ১.৭৫ কোটি মহিলা উপকৃত হবে। তবে এর জন্য অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী নারী হতে হবে এবং এসসি/এসটি, বিপিএল কার্ডধারী হতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় নাম অধিভুক্ত থাকতে হবে, আর দারিদ্র সীমার অধীনে থাকা পরিবারগুলি একমাত্র এই সুবিধা পাবে।