হবে না ট্রেন লেট! খড়গপুর ডিভিশনে তৈরি হচ্ছে তৃতীয় লাইন, কয়েকশ কোটির প্রকল্প রেলের

Published on:

Kharagpur Third Line

সহেলি মিত্র, কলকাতাঃ রেলের উদ্যোগে ফের একবার লাভবান হতে চলেছেন রেল যাত্রীরা। বিশেষ করে খড়গপুর ডিভিশনে এবার রেল এমন এক পদক্ষেপ নিয়েছে যার জেরে আগামী দিনে ট্রেন চলাচলে দেরির সমস্যা মিটবে। এখন নিশ্চয়ই ভাবছেন রেলের এই উদ্যোগ কী? তাহলে জানিয়ে রাখি, খড়গপুর স্টেশন থেকে নিমপুরা ইয়ার্ড অবধি দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় লাইনের অনুমোদন দিল রেল। সেইসঙ্গে কলাইকুণ্ডা থেকে নিমপুরা অবধি তৃতীয় লাইন তৈরি করার বিষয়েও সবুজ সংকেত দিল রেল। অর্থাৎ একসঙ্গে খড়গপুরের দুটি শাখায় রেলের তরফে তৃতীয় লাইনের অনুমোদন দেওয়া হল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

খড়গপুর ডিভিশনে মেগা বদল!

এই দুটি কাজ করার পেছুনে অনেক কারণ আছে। এতদিন বহু দূরপাল্লার ট্রেনের পাশাপাশি, মালগাড়ি এবং অন্যান্য ট্রেনকে খড়গপুর কিংবা হিজলি স্টেশন ঢোকার সময়ে সিগন্যাল পেতে দেরি হত। তবে আগামী দিনে এসব সমস্যার সম্মুখীন হতে হবে না লোকো পাইলটদের। এর কারণ এই দু’টি লাইনের কাজ শেষ হলে হাওড়া-খড়্গপুর হয়ে মুম্বই এবং হাওড়া-চেন্নাই যাওয়ার দূরপাল্লার ট্রেনের পাশাপাশি মালগাড়ি এবং অন্যান্য ট্রেনকেও খড়্গপুর বা হিজলি স্টেশন ঢোকার আগে সিগন্যাল পেতে দেরি হবে না। এমনই দাবি করেছে রেল।

আরও পড়ুনঃ বদলে গেল ৬৪ বছরের পুরনো নিয়ম, OBC নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের

এই দুটি লাইন নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, নিমপুরা ইয়ার্ড থেকে খড়্গপুর স্টেশন পর্যন্ত ৬.৪১ কিলোমিটার তৃতীয় লাইনের কাজ হবে। তার জন্য ১৫৭.৮৬ কোটি টাকা মঞ্জুর করেছে রেল। অপরদিকে কলাইকুণ্ডা থেকে নিমপুরা ইয়ার্ড পর্যন্ত ১২.৩৩ কিলোমিটার তৃতীয় লাইনের জন্য মঞ্জুর হয়েছে ২২৪.৪৪ কোটি টাকা। শীঘ্রই এই কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে রেল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাঁশকুড়া-দিঘা লাইন নিয়ে বড় আপডেট

এদিকে রেলের নজরে ফের একবার পাঁশকুড়া-দিঘা লাইন। এমনিতে যত সময় এগোচ্ছে ততই এই লাইনকে ঘিরে যাত্রী থেকে শুরু করে রেলের প্রতাশা বেড়েই চলেছে। সেইসঙ্গে বিশেষ ট্রেন চালানোর সময়সীমাও বৃদ্ধি করা হচ্ছে যাত্রীদের কথা ভেবে। আগামী দিনে এই লাইনকে নিয়ে রেলের আরও প্ল্যান রয়েছে বলে খবর। তারই অংশ হিসেবে শুক্রবার পাঁশকুড়া-দিঘা রেললাইন পরিদর্শনে যান রেলের খড়্গপুর ডিভিসনের ডিআরএম কে আর চৌধুরী। পাঁশকুড়া, তমলুক ও দিঘা—এই তিনটি স্টেশন অমৃত ভারত প্রকল্পে রয়েছে। কে আর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখ হয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ হবে। এ ছাড়াও দেশপ্রাণ ও কাঁথি স্টেশনও পরিদর্শন করেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group