প্রীতি পোদ্দার, কলকাতা: বরাবর ভোটকুশলী হিসেবে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ভূমিকা ছিল অন্যতম। দীর্ঘ কর্মজীবনে তিনি বিজেপি, কংগ্রেস, সংযুক্ত জনতা দল, আম আদমি পার্টি, DMK, YSRCP, তৃণমূলের সঙ্গে কাজ করেছেন। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির প্রচারের নীতি নির্ধারণ করে দিতেন তিনি। এমনকি কোন পথে এগোলে মানুষের কাছে পৌঁছনো যাবে এবং ভোটবাক্সে তার সুফল মিলবে, তার দিক নির্দেশ করতেন তিনি নিজেই। আর সেই কাজ করতে গিয়ে যে পারিশ্রমিক নিতেন তিনি, তা বলিউডের তাবড় তারকাকেও লজ্জায় ফেলে দিতে পারে।
ভোটকুশলী হিসেবে তাঁর উপার্জন!
২০২১ সালের বিধানসভা নির্বাচন এর সময় রাজ্যে শাসকদল তৃণমূলের আসর বসানোর জন্য ভোটকুশলী প্রশান্ত কিশোর তৃণমূলের থেকেও নিয়েছিল কোটি কোটি টাকা। সেই সময় ভোটের ময়দানে নিজেদের ক্ষমতা প্রতিস্থাপন করার জন্য রীতিমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত ভোট কুশলী প্রশান্ত কিশোরকে।
কোন পথে কোন ট্রিকে জনগণ এর মনে জায়গা করা যাবে সব ধরনের পরামর্শ দরকার পড়ত তখন। কিন্তু এর জন্য কত টাকা নিতেন তা তখন প্রকাশ্যে আনা না হলেও নানান অঙ্ক হাওয়ায় ভাসত। তবে এবার এই বিষয়ে নিজেই মুখ খুললেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক দলগুলির থেকে তিনি কত টাকা পারিশ্রমিক নিতেন, তা নিয়ে ‘জন সুরাজ পার্টি’র এক কর্মসূচিতে বলে বসলেন।
কর্মসূচিতেই প্রকাশ্যে আনলেন উপার্জনের পরিমাণ
গত ৩১ অক্টোবর প্রশান্ত কিশোর বিহারের বেলাগঞ্জে সুরজ প্রার্থী মহম্মদ আমজাদের সমর্থনে প্রচার করতে গিয়ে এক কর্মসূচি চলাকালীন তিনি বলেন, ‘এক একটি নির্বাচনে পরামর্শ দেওয়ার জন্য আমি ১০০ কোটি টাকা বা তার বেশি নিয়েছি। অন্তত ১০টি রাজ্যের সরকার আমার পরামর্শের জোরে গঠিত হয়েছে। শুধু মাত্র একটি নির্বাচনে পরামর্শ দেওয়ার জন্য আমি ১০০ কোটি টাকা বা তার বেশিও নিয়েছি।’ এই আবহে মনে করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বাংলার মসনদে বসাতে কম করে হলেও ১০০ কোটি টাকা নিয়েছিলেন প্রশান্ত কিশোর।
কিন্তু সেই সব এখন অতীত। ২০২১ সালে পশ্চিমবঙ্গ নিধানসভা নির্বাচনের পরই ভোটকুশলীর পদ থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন প্রশান্ত। সেই ভোটকুশলীর ভূমিকা থেকে এখন রাজনীতির মঞ্চে অবতীর্ণ হয়েছেন প্রশান্ত কিশোর। নিজের দল ‘জন সুরজে’র পত্তন ঘটিয়েছেন। আসন্ন বিহার বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়েচ্ছে প্রশান্তর ‘জন সুরজ’। মোট চারটি আসনে প্রার্থী দিয়েছে তারা। বেলাগঞ্জে দলের প্রার্থী মহম্মদ আমজাদ, ইমামগঞ্জে জিতেন্দ্র পাসোয়ান, সুশীলকুমার সিংহ কুশওয়াহা প্রার্থী হয়েছেন রামগড়ে, তারারিতে প্রার্থী কিরণ সিংহ। আগামী ১৩ নভেম্বরে বিহারে বিধানসভা উপনির্বাচন। যার ফলঘোষণা হবে ২৩ নভেম্বর।