হার্দিক আর হবেন না মুম্বইয়ের প্রথম পছন্দ? নিলামের আগেই উঠল বড় প্রশ্ন 

Updated on:

hardik pandya mumbai indians

প্রীতম সাঁতরাঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) নতুন সংস্করণের আগে রিটেনশন নিয়ম চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে প্রত্যেক ফ্রাঞ্চাইজি। তার মধ্যে থাকবে রাইট টু ম্যাচ কার্ড। রিটেনশন নিয়ম ঘোষণা হওয়ার পর ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। জল্পনার অন্যতম বিষয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রিটেইন করার ক্ষেত্রেও কি হার্দিক হবেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ?

গত মরশুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়ক করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের অধিনায়ক হিসেবে চূড়ান্ত ফল্প হার্দিক। রিটেইন করার ক্ষেত্রেও কি হার্দিক হবেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ? ইতিমধ্যে উঠেছে এই প্রশ্ন। প্রশ্ন উস্কে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Akash Chopra)।

রোহিত শর্মার সঙ্গে আলোচনা করার পরামর্শ

আকাশ চোপড়ার মতে, মুম্বই ইন্ডিয়ান্স সবার আগে জসপ্রীত বুমরাহকে ধরে রাখার কথা ভাবতে পারে। কারণ তাঁর বিকল্প ভারতীয় ক্রিকেট সার্কিটে এখনও নেই। রোহিত শর্মার সঙ্গে আলোচনা করার জন্যও মুম্বই ইন্ডিয়ান্সকে পরামর্শ দিয়েছেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলেছেন ক্রিকেট বিশেষজ্ঞ?

‘রিটেনশন করার ব্যাপারে দল পর্যায়ক্রমে কোন কোন ক্রিকেটারকে রাখে সেটা হবে দেখার বিষয়। কে প্রথম হবে, কে দ্বিতীয়? আমার মতে জসপ্রীত বুমরাহ এক নম্বর রিটেনশন’, বলেছেন আকাশ চোপড়া। ‘আইপিএলে সব দলের মধ্যে তিনিই হবেন প্রথম রিটেনশন। বুমরাহ যদি প্রথম হয়, তাহলে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নাম আসবে হয়তো তাঁর পরে, চতুর্থ রিটেনশন (১৮ কোটি টাকা) হতে পারেন তিনি। তারপর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (১৪ কোটি টাকা)। রোহিত শর্মা, তিলক ভার্মার কথা উড়িয়ে দেওয়া যায় না। এরপর আছেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ।’

এটাই হতে পারে আসল চ্যালেঞ্জ

‘বিদেশি ক্রিকেটারদের বদল করা কঠিন হবে না। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের বেছে নেওয়াই হবে আসল চ্যালেঞ্জ। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে জসপ্রীত বুমরাহর বিকল্প কি রয়েছে?’ প্রশ্ন তুলেছেন আকাশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group