KKR-এর প্রভাবে ধুঁকছে টিম ইন্ডিয়া! দুই কোচকে ছাঁটাই করতে পারে BCCI

Published on:

Bcci can't accept kkr's influence on indian team, 2 assistant coaches may be sacked

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় দল। তাই একপ্রকার বাধ্য হয়েই সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক সীতাংশু কোটাককে রোহিত শর্মাদের বিপদ কমানোর দায়িত্ব দিয়েছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। তবে এর আগে নির্দিষ্ট কোনও ব্যাটিং কোচ না থাকায় গৌতম গম্ভীরের সহকারী কোচ অভিষেক নায়ারের ওপর ভারতীয় ব্যাটারদের অনুশীলনের দায়িত্ব দিয়েছিল ম্যানেজমেন্ট।

WhatsApp Community Join Now

দায়িত্ব ছিল অপর সহকারি কোচ নেদারল্যান্ডস প্রাক্তনী রায়ান টেন দুশখাতের ওপরেও। তবে বিগত সিরিজ গুলিতে দুজনের কেউই বোর্ড কর্তাদের মুখের হাসি চওড়া করতে পারেননি। আশঙ্কা করা হচ্ছে, দুই সহকারি কোচের ব্যর্থতাকে সামনে রেখে এবার বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারে BCCI। সূত্র বলছে, টিম ইন্ডিয়ায় KKR-র প্রভাব একেবারেই মেনে নিতে পারছে না বোর্ড কর্তারা।

প্রশ্নের মুখে নায়ারের কোচিং

রাহুল দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব গৌতম গম্ভীরের কাঁধে চাপতেই ব্যর্থতা দেখেছে ভারত। শত্রু শিবিরের সামনে মুখ থুবড়ে পড়েছে ভারতীয়দের আত্মবিশ্বাস। আর এর নেপথ্যে বারংবার উঠে এসেছে ভারতীয় খেলোয়াড়দের ব্যাটিং বিপর্যয়ের প্রসঙ্গ। হ্যাঁ, শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার পরাজয় থেকে শুরু করে কিউইদের কাছে চুনকাম এবং সবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ধরাশায়ী অবস্থার পেছনে রয়েছে দলের ভরসার কাঁধ রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে ঋষভ পন্থদের খারাপ পারফরমেন্স।

আরও পড়ুনঃ শুধু আধার দেখালেই হবে না, SIM কার্ড নিয়ে আরও কড়া হল নিয়ম

আর এই দুঃসময়েকে সঙ্গী করার প্রাক্কালে ভারতীয় ব্যাটিং স্কোয়াডের দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারি কোচ অভিষেক নায়ারের হাতে। তবে প্রতিবার ভারতের অসফল ব্যাটসম্যানদের হাত ধরে ব্যর্থতার পরিধি চওড়া করেছেন নায়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজে ভারতের শেষ পরাজয়ের পরই বোর্ড কর্তাদের লাল চোখ দেখেছেন গৌতম থেকে শুরু করে নায়ার সকলেই।

আরও পড়ুনঃ মহানগরীতে টানা ২১ ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ! দিনক্ষণ জানাল কলকাতা পুরসভা

এহেন আবহে চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতের দুর্দিন কাটাতে সীতাংশুকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়ার পরই প্রশ্ন উঠছে নায়ারদের স্থায়িত্ব নিয়ে। অনেকেই মনে করছেন, টিম ইন্ডিয়ার অপদস্ত সিরিজ গুলিকে সামনে রেখে নায়ারকে ছেঁটে ফেলতে চায় BCCI।

অবশ্যই পড়ুন: শুভমন নয়, রোহিতের সঙ্গে ওপেনিং করুক এই তরুণ ক্রিকেটার! পরামর্শ বীরেন্দ্র সেহবাগের

দুই সহকারি কোচকে আর দায়িত্বে রাখতে চাইছে না BCCI?

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ভারতীয় দলের দুঃসময় কাটাতে ব্যাটিং কোচের দায়িত্ব সীতাংশুর ওপর দেওয়ার পরই নায়ারদের ছুটি দিতে চাইছে বোর্ড। কয়েকটি নামি সংবাদপত্র তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারতীয় কোচিং স্টাফে অভিষেক নায়ারের ভূমিকা সাময়িক হতে পারে। বলা হচ্ছে, নায়ারের বিকল্প হিসেবে পরবর্তীতে অন্য কোনও দক্ষ কোচকে বেছে নেবে ম্যানেজমেন্ট। যদিও BCCI-এর তরফে অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতের কোচিং প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য আসেনি।

তাঁদের আদৌ কোচিং স্টাফ হিসেবে রাখা হবে কিনা সে বিষয়েও কোনও ইঙ্গিত দেয়নি বোর্ড। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক BCCI কর্তা জানিয়েছেন, নায়ার যে খেলোয়াড়দের কোনও রকম সাহায্য করতে পারছেন না এ ঘটনা পরিষ্কার। তাই তাঁকে নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে বোর্ড। এদিন ভারতের সহকারী কোচ নায়ার প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎই কোটাকের প্রশংসায় ভাসেন বোর্ড কর্তা।

বলেন, সীতাংশু কোটাক একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। তিনি বহুদিন সৌরাষ্ট্রের হয়ে কোচিং করেছেন। IPL-এও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিজের দক্ষতার জোরে খেলোয়ারদের আস্থাও পেয়েছেন তিনি। আগামী দিন তাঁর হাত ধরে ভারতের ব্যাটাররাও বাড়তি সুবিধা পাবে।

সঙ্গে থাকুন ➥
X