বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বর্ডার গাভাস্কার সিরিজে ভারতের দুর্ভাগ্য বয়ে এনেছিল রোহিত শর্মাদের (Rohit Sharma) ব্যাটিং বিপর্যয়। অজিভূমিতে ভারতীয় বোলারদের দাপট মাটি আঁকড়ে ধরলেও ব্যাট হাতে দলকে সেভাবে বড় ইনিংস উপহার দিতে পারেননি ভারতের ভরসার কাঁধেরা। আর সেই পরাজয়ের স্মৃতি অন্তত ব্যাটিং বিপর্যয়ের কারণে আর দেখতে চায় না ভারতীয় ম্যানেজমেন্ট। এবার সেই কারণকে এগিয়ে রেখেই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে টিম ইন্ডিয়ার কোচিং বিভাগে বড়সড় বদল আনতে চলেছে BCCI।
ভারতীয় দলের কোচিং স্টাফ বদল করবে বোর্ড!
অস্ট্রেলিয়ায় পরাজয়-ভারতের দুর্ভাগ্য, এই দুই শব্দই যেন একই সুতোয় গেঁথে রয়েছে। অজিদের বিরুদ্ধে বল হাতে জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজদের রণমূর্তি এখনও মনে রেখেছেন দর্শকরা। তবে ভিন দেশে ভারতের ছেলেদের ধারাবাহিক ব্যাটিং দাপট বহুদিন দেখেনি ভক্তগণ। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-3 ব্যবধানে সিরিজ হারতে হয়েছে ভারতকে। তবে পরাজয়ের কারণ জেনে তার সমাধান খোঁজাটাই আসল কাজ। এবার সেই পথেই পা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, শত্রু পক্ষের সামনে ব্যাট হাতে ভারতীয়দের ব্যর্থতা আর দেখতে চাইছে না ম্যানেজমেন্ট। এবার সেই কারণেই দলের কোচিং স্টাফ, বিশেষত ব্যাটিং কোচ হিসেবে নতুন দক্ষ সদস্য নিয়োগ করবে BCCI। যদিও এ বিষয়ে বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি। তবে বোর্ডের একটি সূত্র মারফত খবর, দলের ব্যাটিং বিভাগে বিশেষ নজর দিতে ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনা চলেছে বোর্ডের। আর সেই আলোচনায় উঠে এসেছে নতুন ব্যাটিং কোচ নিয়োগের প্রসঙ্গ। বোর্ড চাইছে নতুন কোচদের দলে সুযোগ দিয়ে টিম ইন্ডিয়ার শক্তি বাড়াতে।
ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে কিছু পরিচিত প্রাক্তন ক্রিকেটারদের!
ভারতের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী করতে ঘরোয়া ক্রিকেটের কয়েকজন কিংবদন্তি তারকাকে পছন্দের তালিকায় জায়গা দিতে পারে BCCI। কয়েকটি রিপোর্ট মারফত খবর, কারা ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাবেন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি BCCI। তবে মনে করা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম রয়েছে এমন সব প্রাক্তন ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই ব্যাটসম্যানদের কোচিং শুরু করতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন KKR-র তুরুপের তাস! খেলবেন IPL-এ?
এক নজরে ভারতের বর্তমান কোচিং বিভাগ
বেশ কয়েকজন স্বনামধন্য কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী কোচিং শুরু করতে চেয়েছিল ভারত। তবে বিপদ বাড়ে জাতীয় দলের গোটা দায়িত্ব গৌতম গম্ভীরের কাঁধে ওঠার পরই। রাহুল দ্রাবিড়ের পরবর্তী বিকল্প হিসেবে গৌতমের হাতে দায়িত্ব আসতেই একের পর এক সিরিজে ধরাশায়ী হয়ে গিয়েছে ভারত। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম সিরিজ যার মধ্যে অন্যতম। উল্লেখ্য, এই মুহূর্তে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফেদের মধ্যে রয়েছেন, গৌতম গম্ভীর (প্রধান কোচ), মর্নি মর্কেল (বোলিং কোচ), অভিষেক নায়ার (সহকারী কোচ) ও টি দিলীপ (ফিল্ডিং কোচ)। বর্তমানে শুধু ব্যাটিং কোচের অভাবেই ধুঁকছে টিম ইন্ডিয়া।