জিতেও চিন্তায় ইস্টবেঙ্গল, ম্যাচ শেষে মুখ খুললেন কোচ কুয়াদ্রাত

Published on:

carles cuadrat east bengal

ইন্ডিয়া হুড ডেস্কঃ ডুরান্ড কাপে এখনও অবধি অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ভারতীয় বিমানবাহিনীকে ৩-১ গোলে ওড়ানোর পর বুধবার রাতে ডাউনটাউন হিরোসকেও ৩-১ গোলে পরাজিত করে লাল হলুদ শিবির। পরপর দুই ম্যাচে জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মশালবাহিনী। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সবথেকে বড় সুখবর হল, দুই ম্যাচে ৬ গোল এসেছে একাধিক প্লেয়ারের পা থেকে। তবে চিন্তায় রাখছে লাল হলুদের ডিফেন্স।

WhatsApp Community Join Now

ডুরান্ডের প্রথম ম্যাচে বিমানবাহিনী গোল দিয়ে এগিয়ে গিয়েছিলে। পরে জয় ছিনিয়ে আনে কুয়াদ্রাতের ছেলেরা। এদিকে আন্ডারডগ ডাউনটাউন হিরোসও ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে, লাল হলুদের ডিফেন্স নড়বড়ে। দুটি গোলের সময়েই ইস্টবেঙ্গলের ডিফেন্সে বিশাল ফাঁক ফোঁকর দেখা গিয়েছে। তাই এটাই এখন সবথেকে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে মশালবাহিনীর। ১৮ আগস্ট মোহনবাগানের বিরুদ্ধে রয়েছে ডার্বি ম্যাচ, তার আগে এই সমস্যার দিকে কড়া ভাবে নজর দিতে চান কোচ কুয়াদ্রাত।

ম্যাচের পর যা বললেন কার্লেস কুয়াদ্রাত

ডাউনটাউনের বিরুদ্ধে জয়ের পর মুখ খোলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। লাল হলুদের হেড স্যার বলেন, ‘আমাদের কাছে এই জয় খুবই গুরুত্বপূর্ণ। দুটি ম্যাচেই সফল হয়েছি আমরা। তবে এখন গোলের ব্যবধান বাড়াতে হবে। প্রতিটা প্লেয়ারই মাঠে ভালো প্রদর্শন করছে। এবার আগামী ম্যাচগুলির জন্য প্রস্তুতি নিতে হবে।’

আরও পড়ুনঃ হায়দ্রাবাদের তুখোড় প্লেয়ারকে দলে নিতে তোরজোড় ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল পেলেন স্প্যানিশ তারকা ফুটবলার মাদিল তালাল। এদিকে জেসিন টিকেও লাল হলুদের হয়ে প্রথম গোল পেয়েছেন। এছাড়াও গতকালের ম্যাচে ধারাবাহিকতা বজায় রেখে ডাউনটাউন হিরোসের জালে বল গড়িয়েছেন সাউল ক্রেসপোও।

সঙ্গে থাকুন ➥