বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর দেখানো পথে হেটে বারংবার মুখ থুবড়ে পড়েছে ভারত। শ্রীলঙ্কার মতো দল যাঁদের পক্ষে টিম ইন্ডিয়াকে সিরিজ হারানো স্বপ্নসম, সেই লঙ্কানবাহিনীর কাছেই ODI সিরিজে অপদস্ত হয়েছে ভারতীয় দল। তবে এখানেই থেমে থাকেনি প্রধান কোচ গৌতম গম্ভীরের ব্যর্থতা। গতবছর নিউজিল্যান্ডের কাছে মান রক্ষার লড়াইতেও চুনকাম হয়েছে রোহিত শর্মার দল।
আর সেই অসফলতায় শেষ পালকটি গুঁজে দিয়েছে অস্ট্রেলিয়া। গুরু গম্ভীরের কাঁধে ভর করেই ফের অজিভূমিতে সিরিজ হেরেছেন বিরাট কোহলিরা। কাজেই মূলত যাঁর দৌলতে টিম ইন্ডিয়ার গায়ে হেরোর তকমা লাগলো, সেই গম্ভীরকে নিয়ে এবার সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে ভারতীয় বোর্ডের (Board of Control for Cricket in India)। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করে শেষবারের মতো সুযোগ পাচ্ছেন গৌতম। তবে এই হাইভোল্টেজ টুর্নামেন্টে ব্যর্থ হলে নড়তে পারে গদি।
এখনই গম্ভীরকে নিয়ে কোনও সিদ্ধান্ত নয়!
ভারতীয় দলের গুরুদায়িত্ব হাতে পেতেই আপ্রাণ চেষ্টা করেছিলেন দলকে সাফল্য পাইয়ে দেওয়ার। তবে সেই পথে প্রতিবার জল ঢেলেছে প্রতিপক্ষ। টিম ইন্ডিয়ার দায়িত্ব গৌতমের কাঁধে আসার পর থেকে মোট 10টি টেস্টের 6টিতেই পরাজিত হয়েছে ভারত। সমর্থকদের পরাজয়ের তেতো স্বাদে আরও কিছুটা লবণ যোগ করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের লজ্জার হার। যার কারণে প্রশ্ন উঠছে ভারতীয় দলের মাথা অর্থাৎ হেড কোচ গৌতম গম্ভীরের কেরিয়ার নিয়ে।
ধেয়ে আসছে অসংখ্য অবসরের হুমকিও। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই মুহূর্তে BCCI-এর মতামত কী তা জানার জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা। তবে সম্প্রতি রিপোর্ট মারফত খবর, নাম প্রকাশে অনিচ্ছুক এক BCCI কর্মকর্তা জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির আগে গম্ভীরকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ড। সম্ভবত এই টুর্নামেন্টেই নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ পাবেন গৌতম।
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হলে গম্ভীরের ভবিষ্যৎ কী?
BCCI-এর ওই সিনিয়র কর্তা জানিয়েছেন, দীর্ঘ ব্যর্থতার পর গৌতম গম্ভীরকে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই সুযোগের সদ্ব্যবহার যদি শক্ত হাতে করতে না পারেন গৌতম, সে ক্ষেত্রে তার পদ নিয়ে সংশয়ে দানা বাঁধবে। অর্থাৎ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ঘরে সাফল্য না আনতে পারলে নড়বড়ে হয়ে যাবে গৌতমের গদি। বোর্ডের সাথে তাঁর চুক্তি অবশ্য 2027 বিশ্বকাপ পর্যন্ত। তবে মনে করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির শেষ সুযোগ কাজে না লাগাতে পারলে নির্ধারিত সময়ের আগেই ছেঁটে ফেলা হবে গৌতমের ডানা।
অবশ্যই পড়ুন: ISL-এ ভরাডুবির মাঝেই বড় পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল, চাপ বাড়বে মোহনবাগানের?
সুপারস্টার কালচার শেষ করতে চান গম্ভীর?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুর্বল পারফরমেন্স নিয়ে দীর্ঘ পর্যালোচনা করেছে BCCI। রোহিত-বিরাটদের ব্যর্থতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে গৌতম গম্ভীরের কোচিংকেও। এহেন পরিস্থিতিতে গৌতম গম্ভীরের আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র। তাঁর দাবি, বছরের পর বছর ধরে চলে আসা সুপারস্টার কালচারের অবসান ঘটাতে চান গম্ভীর। মনে করে দেখুন, 2012 IPL মরসুমের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে KKR-এর প্লেয়িং ইলেভেন থেকে প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ছাঁটাই করেছিলেন গৌতম। উনি আসলে সুপারস্টার কালচার শেষ করতে চান। আর এই আচরণই বর্তমানে খেলোয়াড়দের অস্বস্তি বাড়িয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |