IPL 2026 এর নিলাম হবে দেশের মাটিতেই! প্রকাশ্যে দিনক্ষণ, কবে থেকে শুরু খেলা?

Published:

IPL 2026 Auction likely on 13 to 15 December
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হতে এখনও ঢের দেরি। এরই মাঝে প্রকাশ্যে এল IPL 2026 নিলামের (IPL 2026 Auction) সম্ভাব্য দিনক্ষণ। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আগামী 13 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে নিলাম। এছাড়াও 15 নভেম্বরের মধ্যে IPL এর দশ দল তাদের প্লেয়ারদের রিটেইন তালিকাও প্রকাশ করতে পারে বলেই খবর।

দেশেই হবে IPL 2026 এর নিলাম

ক্রিকবাজের রিপোর্ট বলছে, আসন্ন 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্ব ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। শুধু তাই নয়, আগামী 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে আয়োজিত হতে চলা নিলাম পর্ব, এবার দেশের মাটিতেই হবে। তবে ঠিক কোথায় IPL 2026 এর নিলাম অনুষ্ঠিত হবে তা এখনও প্রকাশ্যে আসেনি।

বলা বাহুল্য, 2024 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্ব অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। এর আগে 2023 সালে IPL দলগুলির নিলাম পর্ব গড়িয়েছিল দুবাইয়ে। তবে এবার আর বিদেশের উপর নির্ভর করতে হচ্ছে না। আপাতত যা খবর, ভারতেরই কোনও বড় শহরে আয়োজিত হবে IPL 2026 এর নিলাম।

আসন্ন নিলামে সবচেয়ে বেশি পরিবর্তন আসতে পারে CSK দলে

রিপোর্ট বলছে, এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্বে সবচেয়ে বেশি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে। শোনা যাচ্ছে, গত IPL এ পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে থাকা দলটি এবছর নিলামের আগেই বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, স্যাম কারেনের মতো ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে। এও শোনা যাচ্ছে, এবছর বাড়তি 9 কোটি 75 লক্ষ টাকা পুঁজি নিয়ে নিলামে নামবে চেন্নাই। কারণ, রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ায় এই পরিমাণ অর্থ বেঁচে গিয়েছে চেন্নাইয়ের।

KKR এর দিকেও চোখ থাকবে

গত সিজেনে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। 23 কোটি 75 লাখ টাকা দিয়ে কেনা এই প্লেয়ার IPL 2025 মরসুমে একেবারেই নিজের নাম এবং দামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই তাঁকে ছেড়ে দেওয়া নিয়েও জল্পনা রয়েছে নাইট ভক্তদের মধ্যে। মনে করা হচ্ছে, ভেঙ্কটেশকে যদি শেষ পর্যন্ত ছেড়ে দেয় KKR, তবে ওই দামে কমবেশি দু তিনজন ভাল মানের ক্রিকেটারকে রেখে দিতে পারবে শাহরুখ খানের দল।

অবশ্যই পড়ুন: পাকিস্তানকে ধাক্কা! উন্নত AIM-120 এয়ার টু এয়ার মিসাইল দিচ্ছে না জানাল আমেরিকা

উল্লেখ্য, গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল 22 মার্চ, শনিবার থেকে। তবে 2026 IPL সিজন কিছুটা এগিয়ে এসেছে। শোনা যাচ্ছে, আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে 15 মার্চ থেকে। ফাইনাল গড়াবে 31 মে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join