১৫ সেঞ্চুরি, ৪৮-র গড়! কে এই সীতাংশু যাকে তড়িঘড়ি টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ করল BCCI?

Published on:

Know the real identity of indian team's new batting coach shitanshu kotak

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন ব্যাটিং কোচ পেয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় ভারতের ভরাডুবিকে সামনে রেখে দলের ব্যাটিং বিভাগ চাঙ্গা করতে চাইছিল BCCI। তা নিয়ে চলেছিল দীর্ঘ আলোচনা। প্রধান কোচ গৌতম গম্ভীরের গদি হারানোর শঙ্কার মাঝেই নতুন খবর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। ইংল্যান্ড সিরিজের আগেই ভারতীয় দলে কোচিং স্টাফের সংখ্যাটা বেড়ে 5 থেকে 6 করা হয়েছে। জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক সীতাংশু কোটাক। এবার তাঁর কাঁধেই ভর করে এগোবে রোহিত শর্মা-সূর্যকুমার যাদবদের দল।

কোচিং স্টাফ বাড়ল টিম ইন্ডিয়ার

WhatsApp Community Join Now

বর্তমানে ভারতীয় দলের কোচিং বিভাগে প্রধান কোচের ভূমিকায় রয়েছেন গৌতম গম্ভীর। দলের বোলিং কোচ মর্নি মর্কেল। ফিল্ডিং সাজানো থেকে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন টি দিলীপ। এছাড়াও সহকারি কোচ হিসেবে অভিষেক নায়ার এবং নেদারল্যান্ডসের প্রাক্তনী রায়ান টেন দুশখাতের সান্নিধ্য পাচ্ছেন ভারতের ছেলেরা। তবে এতদিন ব্যাটিং কোচ ছাড়াই দল পরিচালনা করতে হয়েছে গম্ভীরদের।

নির্দিষ্ট ব্যাটিং কোচ না থাকায় দলের ব্যাটিং বিভাগ নিয়ন্ত্রণ করতেন গম্ভীর এবং নায়ার। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম সিরিজ ভারতকে বড় শিক্ষা দিয়েছে। যদিও সেই লজ্জার পরাজয় থেকে শিক্ষা নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থতা কমাতে পারেনি ভারতীয় দল। নেপথ্যে ছিল সেই ব্যাটিং বিপর্যয়।

আরও পড়ুনঃ মহুয়া মৈত্রর সঙ্গে হয়ে গেল খেলা! প্রতারণার শিকার কৃষ্ণনগরের সাংসদ

আর এই কারণকে সামনে রেখেই আসন্ন ইংল্যান্ড সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ করতে মরিয়া হয়ে উঠেছিল বোর্ড। এবার সেই চেষ্টাতেই এলো সাফল্য। ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কোচিং স্টাফের সংখ্যা বাড়িয়েছেন সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক সীতাংশু।

কবে ভারতীয় দলে যোগ দেবেন সীতাংশু?

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের প্রাক্কালে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাককে নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কাজেই, বেশ কিছু সূত্র মারফত খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির প্রথম ম্যাচের আগে 18 জানুয়ারি কলকাতায় ভারতীয় দলে যোগ দেবেন সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক। সেখানেই 22 জানুয়ারির টি-টোয়েন্টিকে পাখির চোখ করে 3 দিনের ক্যাম্প করবে ভারতীয় দল। শোনা যাচ্ছে, এই কয়দিনের মধ্যেই দলের ব্যাটারদের ট্রেনিং করাবেন তিনি।

অবশ্যই পড়ুন: ভারত নয়, চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারে এই দুই দল! হয়ে গেল ভবিষ্যদ্বাণী

কে এই সীতাংশু কোটাক?

BCCI-এর হাত ধরে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব কাঁধে নেওয়া সীতাংশু তাঁর কেরিয়ারের দীর্ঘ সময় সৌরাষ্ট্র দলের হয়ে খেলেছেন। সৌরাষ্ট্রের জার্সি গায়ে শত্রু শিবিরের আঘাত হানার পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও ছিল এই বাঁ হাতি ব্যাটসম্যানের কাঁধে। বলে রাখা ভাল, 1992 থেকে 2013 সাল পর্যন্ত পেশাদার ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন 52 বছর বয়সী সীতাংশু।

Shitanshu Kotak Career

তাঁর ম্যাচ পরিসংখ্যান বলছে, প্রথম শ্রেণীর ক্রিকেটে 130টি ম্যাচ খেলেই 8061 রান গড়েছেন কোটাক। এই সময়ে তাঁর ব্যাটিং গড় ছিল প্রায় 48। সেই সাথে প্রথম শ্রেণীর ম্যাচে 15টি সেঞ্চুরি এবং 55টি হাফ সেঞ্চুরি রয়েছে সীতাংশুর। প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়াও লিস্ট এ ক্রিকেটে তাঁর রানের সংখ্যাটা 3083। বলা বাহুল্য, ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর বহুদিন সৌরাষ্ট্রের কোচ হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি।

আরও পড়ুনঃ দু’বছরে ১৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ, কলকাতায় অফিস খুলল ৬ লক্ষ চাকরি দেওয়া IT কোম্পানি

তাছাড়াও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং কোচের দায়িত্বও সহাস্যে পালন করেছিলেন কোটাক। সহকারি কোচ হিসেবে কাজ করেছেন আইপিএলেও। শেষ বারের মতো ভারতের এ দলের হয়ে গত 4 বছর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার সময় এসেছে রোহিত-বিরাট-সূর্যদের বিপদ কমানোর।

সঙ্গে থাকুন ➥
X